কীভাবে মানসিকভাবে শক্তিশালী হওয়া যায়?
কীভাবে মানসিকভাবে শক্তিশালী হওয়া যায়?
Add Comment
সর্বপ্রথম self confidence এর প্রয়োজন। জীবন মানেই ভালো- খারাপ, সুখ-দুঃখ, চড়াই-উৎরাই ইত্যাদি সবকিছু মিলিয়ে জীবন। তবু সেটা কে পরাজিত করার জন্য দরকার মানসিক ভাবে শক্তিশালী হওয়া। আর তার জন্য প্রয়োজন নিজের উপর বিশ্বাস রাখা। নিজেকে কখনো দুর্বল ভাবা যাবে না। আমিও কারোর চেয়ে কম নয় সবাই যেটা পারে আমিও চেষ্টা করলে সেটা করতে পারি এটাই ভাবতে হবে প্রতিনিয়ত। আসলে এই লড়াই করাই টা কারোর সাথে নয় এটা আমার সাথে আমার লড়াই।
ভুল ত্রুটি মার্জনা করবেন খুব সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করলাম। হয়তো খুব গুছিয়ে লিখতে পারিনি তবুও আশা করি উপকৃত হবেন।