কীভাবে মানুষকে কম সময়ে অনেক বেশি আপন করে নেয়া যায়?
কীভাবে মানুষকে কম সময়ে অনেক বেশি আপন করে নেয়া যায়?
আমি একজন মুসলিম সন্তান তাই সালাম দিলাম।সব ধর্মতেই মঙ্গলকামনা বা দেখা হলে সালাম আদাব বলে একটা বিষয় রয়েছে।😊
টাকা দিয়ে পৃথিবীর সমস্ত কিছু কিনা গেলেও সুখ বা কোনো মানুষকে আপন করে পাওয়া যায়না। হ্যাঁ পাবেন আপার ক্ষমতার জোরে হয়তো ব্যাক্তি আপনার সাথে সুন্দর ব্যাবহার করবে কিন্তু অন্তরে আপনার জন্য কোনো ভালোবাসা থাকবেনা।😐
সালাম করা :
কোনো ব্যাক্তির সাথে দেখা হলেই প্রথমে ওনাকে সালাম করবেন।যথাসম্ভব চেষ্টা করবেন আগে সালাম করার।মুরব্বিগণ বলে থাকেন সালাম করলে মায়া মহব্বত বৃদ্ধি পায়।
মুচকি হাসি :
মুচকি হাসি সুন্নাত।আপনি যখন ব্যাক্তির সাথে মুচকি হাসি রেখে কথা বলবেন তাহলে অটোমেটিক ভাবেই দুজনেরই মন ভালো থাকবে এবং কথা বলতে সুবিধা হবে।
কুশল বিনিময় :
কুশল বিনিময়ের মাধ্যমেই বুঝা যায় ব্যাক্তির মানসিক অবস্থা সম্পর্কে।
মত বিনিময় :
এমন একটি বিষয় নিয়ে কথা বলুন যেটা দুজনেরই কমন বিষয়। এ ক্ষেত্রে ব্যাক্তি যদি কিছু ভুল বলে থাকেন তাহলে সরাসরি না বলে অন্য কোনো সময় অবস্থা বুঝে বলুন যে ওইদিনের এই কথাটা মনে জয় অন্যভাবে হবে।এতে করে ব্যাক্তি রাগ না হয়ে আপনার উপর খুশি হবেন
সুন্দরভাবে কথা বলা :
সুন্দরভাবে ধীরে ধীরে কথা বলার চেষ্টা করুন এতে করে আপনার কথাগুলো ব্যাক্তি খুব সহজেই বুঝতে পারবে।
প্রশংসা করা :
আমরা সবাই নিজের সম্পর্কে ভালো ভালো কথা শুনতে চাই এটাই স্বাভাবিক। এক্ষেত্রে মনে রাখতে হবে প্রশংসার পরিমান যাতে বেশি হয়ে না যায় পরে আবার ব্যাতিক্রম কিছু হওয়ার সম্ভাবনা আছে।😅
ব্যাক্তি যদি মহিলা হন তাহলে সমস্যা নাই যতই বাড়িয়ে বলবেন ততই খুশি।😊
চোখে চোখ রেখে কথা বলা :
চোখে চোখ রেখে কথা বললে সুবিধা হলো আমরা অনেক বিষয় মুখে বললে বুঝতে অসুবিধা হয় যেটা চোখের দিকে তাকিয়ে থাকলে আরো ভালো বুঝতে পারি।যেমন- ক্লাসে স্যারের দিকে তাকিয়ে থাকি।
এক্ষেত্রে মুরব্বিদের সাথে চোখে চোখ রেখে কথা বললে বেয়াদবি নিতে পারেন।তাই ব্যাপারটা মাথায় রাখা উচিৎ।
মনোযোগ দিয়ে শোনা :
ব্যাক্তির কথা যথেষ্ট মনোযোগ দিয়ে শুনতে হবে নাহলে ব্যাক্তি ক্ষেপে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শারিরীক দৃষ্টিভঙ্গি :
সুন্দর ও মার্জিত ভাবে দাঁড়িয়ে বা বসে ব্যাক্তির সাথে মত বিনিময় করতে হবে। এতে করে ব্যাক্তির আপনার প্রতি আলাদা একটা ভালোবাসা জন্মায়।
বিদায় পর্ব :
ব্যাক্তির শারীরিক সুস্থতা কামনা করে সালাম করে সুন্দর ভাবে বিদায় নিবেন। পারলে কোলাকুলি করুন।