কীভাবে মানুষের মন পড়া যায়?
মনকে কোন মানষের পক্ষে পড়া সম্ভব নয়। কারন মন কোন বই নয়, যে পৃষ্ঠা উল্টিয়ে দেখে দেখে সব পড়ে ফেললাম । মানষের মন হচ্ছে একটা অদৃশ্য শক্তি, যা মানুষেকে সবদিক থেকে নিয়ন্ত্রন করে। মনকে যদি পড়া সম্ভব হতো তাহলে তো পৃথিবীর কঠিন কঠিন সমস্যাগুলো সমস্যা হওয়ার আগেভাগে সমাধান করে ফেলত। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে, চিকিৎসা বিজ্ঞানে ত আবিষ্কৃত হয়েছে ব্রেন মানুষের সবকিছু নিয়ন্ত্রণ করে। প্রকৃত পক্ষে মানুষকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্রেনের কোন ক্ষমতাই নাই। মানুষের মন ব্রেনকে নির্দেশ প্রদান করে, আর ব্রেন সেই অনুযায়ী কাজ করে থাকে। এর একটা জলন্ত প্রমান দেই আর সেটা হল ভয়। ভয় এমনই একটা জিনিস যার অনুভুতি ব্রেনে হয়না, তা হয় মানুষের মনে। আর মানুষের মনে এই ভয় সর্বোচ্চ পর্যায়ে ডুকে গেলে, সে কোন কিছু সঠিকভাবে চিন্তা করতে পারে না, ঘুমাতে পারে না , এমনকি কোন কিছু খেতেও পারে না, খেতে গেলে বমি আসে। মানে ভয় ডুকলে ব্রেন ঠিকমত কাজ করে না কারন ব্রেন মন থেকে কাজ করার সঠিক নির্দেশ পায়না। মানষের মনের এই ভয়ানক অবস্থা ধারাবাহিকভাবে চলতে থাকলে, এক সময় মানুষের ব্রেন অকার্যকর হয়ে পাগলে পরিণত হয়ে যায়।