কীভাবে সময়ের সর্বোচ্চ ব্যবহার করা যায়?
কীভাবে সময়ের সর্বোচ্চ ব্যবহার করা যায়?
আজকে একেবারে সিনেমার ডায়লগ দিব। দক্ষিণ ভারতে একটি ইংরেজী শব্দ প্রচলিত আছে – Rowdy। এই কথাটা ইংল্যান্ড আমেরিকাতে শোনা যায় না বললেই চলে। এই শব্দের অর্থ – উচ্ছৃঙ্খল, গুন্ডা ইত্যাদি।
প্রায় ১০ বছর আগে, দক্ষিণ ভারতের একটি সিনেমা Remake করে, বলিউডে মুক্তি পেয়েছিলো অক্ষয় কুমার অভিনীত সিনেমা- Rowdy Rathore। এখানে Rathore হলো একজনের নাম। সিনেমাটা খুব ব্যবসা সফল হয়েছিল।
সেই সিনেমার একটি ডায়লগ, বাংলা অর্থ করলে এমন দাঁড়ায়-
শত বছর বাঁচতে হলে, একশো বছর আয়ু লাগবে না। একদিনে এমন কোন কাজ করো, যাতে মানুষ তোমাকে শত বছর মনে রাখে।
হ্যাঁ, এটাই হলো সময়ের সর্বোচ্চ ব্যবহারের পদ্ধতি। এমন কোন কাজ করতে হবে, যাতে মানুষ মনে রাখে। শুধুমাত্র একটি কাজ, এত ভালোভাবে করতে হবে, যাতে মানুষ শত বছর মনে রাখে।
খুব ভালোভাবে, কোন কাজ করতে, কতটা দীর্ঘ সময় লাগে, সেটা এবার দেখি।
- আই-ফোন নির্মাতা, এপেল কোম্পানীর প্রতিষ্ঠাতা স্টিভ জবস, মাত্র ৫৬ বছর বেঁচে ছিলেন।
- সবচেয়ে বিখ্যাত আধুনিক তারকা, মাইকেল জ্যাকসন মাত্র ৫৩ বছর বেঁচে ছিলেন।
- কুনফু ক্যারাত, ইত্যাদির বললেই ব্রুস লি এর নাম মনে আসে। তিনি মাত্র ৩২ বছর বয়সে অসুস্থ হয়ে মারা গেছেন।
ইতিহাস হয়ে রয়েছে, তেমন বিখ্যাত ব্যক্তিদের দেখলেন। এবার জীবিত ব্যক্তিদের দেখুন
- Google এর প্রতিষ্ঠাতা Larry এর বয়স ৪৯ বছর।
- Fecebook এর প্রতিষ্ঠাতা Mark এর বয়স ৩৭ বছর
- QUORA এর প্রতিষ্ঠাতা Adam এর বয়স ৩৭ বছর
বোঝা গেল, সময়ের সর্বোচ্চ ব্যবহার করার উপায় হলো – এমন কোন কাজ করা, কাজটি এত ভালোভাবে করা, যাতে মানুষ আপনাকে যুগ যুগ মনে রাখবে।
বোনাস:
ইসলামিক বিষয়ে লিখি বলে, কয়েকজনের কাছে আমার সামান্য পরিচিতি আছে। তারা কিছুটা হতাশ হবেন। কারণ, এই লেখাতে শুধুমাত্র মিডিয়া সম্পৃক্ত ব্যক্তিদের কথা বলা হয়েছে। সেই পাঠকদের জন্য……
বুখারী হাদীস সংকলন পুরো বই, সবগুলো খণ্ড লিখুন। কিভাবে লিখবেন? দেখে দেখে প্রতিটি লাইন খাতায় লিখুন। দেখুন কতদিন লাগে। কয়েক বছর তো লাগবেই।
এবার কল্পনা করুন, বুখারী হাদীস সংকলন বলে কিছু নেই। আপনি নিজে এমন একটা হাদীস সংকলন লিখবেন। কিভাবে লিখবেন? বিভিন্ন মানুষের কাছ থেকে হাদীস সংগ্রহ করবেন। তেমন হলে, এতগুলো হাদীস সংগ্রহ করে লিখতে কত বছর লাগবে? ৭০-৮০ বছর লাগতে পারে।
এবার কল্পনা করুন, ইন্টারনেট, মোবাইল ইত্যাদি আবিষ্কার হয় নি। তাহলে এতগুলো হাদীস সংগ্রহ করে লিখতে কত বছর লাগবে? গাড়ি, প্লেন, ইত্যাদি না থাকলে, বিভিন্ন জায়গাতে গিয়ে সংগ্রহ করতে কত বছর লাগবে?
বুখারী হাদীস সংকলন এর রচয়িতা মুহাম্মাদ বুখারী, ৮১০ সালে জন্মেছিলেন। সেই আমলে কোন কিছুই ছিল না। এত বড় একটা সংকলন, সেই যুগে সংগ্রহ করে, লিখে শেষ করতে ৭০০ – ৮০০ বছর সময় লাগার কথা। মুহাম্মাদ বুখারী ৬০ বছর বেঁচে ছিলেন।
মুহাম্মাদ বুখারী সাহেবের কথা বুঝিয়ে বলতে হয়েছে। তবে, হজরত মুহাম্মাদ (স) এর ব্যাপারে কিছুই বোঝানো লাগবে না। কারণ, আপনার সবাই জানেন। মহানবী মুহাম্মাদ (স) মাত্র ২৩ বছরে যা করেছেন, সেটা আমাদের মতন মানুষ হাজার বছরেও পারবে না।
এসব সম্ভব হয়েছে – আল্লাহর দেওয়া বরকত ও রহমত এর কারণে। যেসব মিডিয়া ব্যক্তিদের কথা বলেছি, তারা অমুসলিম হলেও, আল্লাহ্র দেওয়া বরকত পেয়েছে। সেজন্যই তারা কাজটি করতে পেরেছে। আপনিও দোয়া করুন। বারবার আল্লাহর কাছে বরকত ও রহমত প্রার্থনা করুন। আল্লাহর রহমত হলে, আপনিও এমন অসাধারণ কাজ করতে পারবেন।