কী করলে প্রাকৃতিকভাবে ভ্রু উঠবে?
কী করলে প্রাকৃতিকভাবে ভ্রু উঠবে?
Add Comment
অনেকের ভ্রু জন্মগত ভাবেই পাতলা কিংবা খারাপ মানের প্রসাধনী ব্যবহার করার ফলে ভ্রু ঝরে পড়েছে। কৃত্রিম ভ্রু ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন না অনেকেই। তাই কামনা করেন প্রাকৃতিক ভ্রু যেন গজিয়ে ওঠে। এ প্রসঙ্গে রূপ বিশেষজ্ঞরা জানান, ‘ক্যাস্টর ওয়েল বা তিলের তেল তুলায় ভিজিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভ্রুতে আলতো করে কিছুক্ষণ ঘষলে প্রাকৃতিক ভাবে ভ্রু ঘন হয়ে ওঠে। তবে এটি সময়সাপেক্ষ ব্যাপার, এ জন্য ধৈর্য ধরতে হবে।