কী করলে সবাই আমাকে ভালো মানুষ ভাববে?

    Supporter Asked on October 30, 2023 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)
      1. যদি মুসলিম হন তাহলে নিয়মিত মসজিদে গিয়ে নামাজ পড়ুন আর যদি অন্য ধর্মাবলম্বী হন,তাহলে নিজ নিজ ধর্ম পালন করুন।
      2. এলাকার মুরুব্বী এবং বড় ভাইদের দেখলে সালাম দিন বা নমস্কার দিন (নিজ নিজ ধর্ম অনুযায়ী);তাদের সাথে কুশল বিনিময় করুন;সুস্বাস্থ্যের খবর নিন।
      3. বন্ধুবান্ধব ও পরিচিত কারো সাথে কোথাও কিছু খেতে বসলে আগবাড়িয়ে বিল দিয়ে দিন।
      4. যখন কারো সাথে কথা বলবেন তখন বক্তা হওয়ার চেয়েও শ্রোতা হওয়ার চেষ্টা করুন।অর্থাৎ 75 শতাংশ শুনুন,আর বলুন 25 শতাংশ।
      5. সবসময়ই সব বিষয়ে কাউকে উপদেশ দিতে যাবেন না।
      6. এমন একটা ভাব করবেন যেনো আপনি অনেক কিছুই জানেন না;মানে আপনি আরো জানতে চান।
      7. বেশি বেশি করে মানুষের কাছ থেকে পরামর্শ চাইবেন।
      8. মানুষের কাছে যাবেন,গিয়ে নিজের দুঃখ-কষ্ট হতাশা শেয়ার করবেন।এতে মানুষ খুশি হবে,’এখন কি করতে পারেন বলে’ পরামর্শ চাইবেন।
      9. মানুষের সৎ গুনের প্রশংসা করবেন কাউকে নিরাশ করবেন না।
      10. মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করবেন।
      11. কারো সাথে অন্যায় করবেন না ।
      12. সর্বদা সত্য কথা বলবেন কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না।
      13. কারো কাছ থেকে টাকা ধার নেয়ার চেষ্টা করবেন না এবং চেষ্টা করবেন কাউকে টাকা ধার না দিতে।
      14. অন্যের শোনা কথায় বিশ্বাস করে কারো সাথে ঝগড়া করতে যাবেন না,চেষ্টা করবেন অন্যের গোপন তথ্য নিজের মধ্যেই রাখতে।
      15. কারো গোপনীয়তা লঙ্ঘন করতে যাবেন না, প্রাইভেসিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
      16. কেউ কোনো কিছু শেয়ার না করতে চাইলে তাকে জোর করবেন না।
      17. বাচ্চাদের সাথে বেশি বেশি সময় কাটাবেন,বাচ্চাদের যত বেশি পারেন আদর করবেন।তাদের জন্য চকলেট, আইসক্রিম এসব কিনে নিয়ে আসবেন।
      18. বাবা মাকে সম্মান করবেন এবং তাদের দায়িত্ব নিতে চেষ্টা করবেন।কারণ মানুষ সাধারণত এ বিষয়টি লক্ষ্য করে থাকে।
      19. কাউকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলবেন না।
      20. নিজের সমালোচনা সহ্য করবেন সব সময়।অন্যের সমালোচনা করতে পারতে হবে,তবে সেটি গঠনমূলকভাবে।
      21. কারো সাথে কুতর্কে জড়ানোর কোন প্রয়োজন নেই,তর্ক করুন তবে সেটি গঠনমূলকভাবে।
      22. কাউকে জনসম্মুক্ষে অপমান করবেননা বা কাউকে কোথাও লজ্জিত হতে সহযোগিতা করবেন না।
      23. কেউ কোনো কিছু অর্জন করলে তাকে অভিনন্দন জানাতে ভুল করবেন না।
      24. কেউ উত্তেজিত হয়ে কথা বললে চুপ করে থাকবেন।কারণ উত্তেজনাবশত অনেক সময় অনেক অঘটন ঘটে যেতে পারে।
      25. কারো সাথে বেয়াদবি করবেন না,পারস্পরিক সম্মান এবং মর্যাদা বজায় রাখতে চেষ্টা করবেন।
      26. সর্বদা চেষ্টা করবেন নিজেকে সামাজিক রাখতে।বিভিন্ন আচার অনুষ্ঠানে নিজেকে সামিল করতে পারেন।
      27. মানুষকে বিপদে আপদে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, তাহলেই মানুষ আপনাকে মনে রাখবে।
      28. নারীদের সম্মান করবেন সবসময়,সেটা ঘরে-বাহিরে সবখানে।
      29. আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখতে নিয়মিত তাদের খোঁজখবর রাখবেন;তারা অসুস্থ হলে তাদের বাসায় গিয়ে তাদের খেদমত করবেন।
      Professor Answered on October 30, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.