কী করলে সবাই আমাকে ভালো মানুষ ভাববে?
কী করলে সবাই আমাকে ভালো মানুষ ভাববে?
Add Comment
- যদি মুসলিম হন তাহলে নিয়মিত মসজিদে গিয়ে নামাজ পড়ুন আর যদি অন্য ধর্মাবলম্বী হন,তাহলে নিজ নিজ ধর্ম পালন করুন।
- এলাকার মুরুব্বী এবং বড় ভাইদের দেখলে সালাম দিন বা নমস্কার দিন (নিজ নিজ ধর্ম অনুযায়ী);তাদের সাথে কুশল বিনিময় করুন;সুস্বাস্থ্যের খবর নিন।
- বন্ধুবান্ধব ও পরিচিত কারো সাথে কোথাও কিছু খেতে বসলে আগবাড়িয়ে বিল দিয়ে দিন।
- যখন কারো সাথে কথা বলবেন তখন বক্তা হওয়ার চেয়েও শ্রোতা হওয়ার চেষ্টা করুন।অর্থাৎ 75 শতাংশ শুনুন,আর বলুন 25 শতাংশ।
- সবসময়ই সব বিষয়ে কাউকে উপদেশ দিতে যাবেন না।
- এমন একটা ভাব করবেন যেনো আপনি অনেক কিছুই জানেন না;মানে আপনি আরো জানতে চান।
- বেশি বেশি করে মানুষের কাছ থেকে পরামর্শ চাইবেন।
- মানুষের কাছে যাবেন,গিয়ে নিজের দুঃখ-কষ্ট হতাশা শেয়ার করবেন।এতে মানুষ খুশি হবে,’এখন কি করতে পারেন বলে’ পরামর্শ চাইবেন।
- মানুষের সৎ গুনের প্রশংসা করবেন কাউকে নিরাশ করবেন না।
- মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করবেন।
- কারো সাথে অন্যায় করবেন না ।
- সর্বদা সত্য কথা বলবেন কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না।
- কারো কাছ থেকে টাকা ধার নেয়ার চেষ্টা করবেন না এবং চেষ্টা করবেন কাউকে টাকা ধার না দিতে।
- অন্যের শোনা কথায় বিশ্বাস করে কারো সাথে ঝগড়া করতে যাবেন না,চেষ্টা করবেন অন্যের গোপন তথ্য নিজের মধ্যেই রাখতে।
- কারো গোপনীয়তা লঙ্ঘন করতে যাবেন না, প্রাইভেসিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
- কেউ কোনো কিছু শেয়ার না করতে চাইলে তাকে জোর করবেন না।
- বাচ্চাদের সাথে বেশি বেশি সময় কাটাবেন,বাচ্চাদের যত বেশি পারেন আদর করবেন।তাদের জন্য চকলেট, আইসক্রিম এসব কিনে নিয়ে আসবেন।
- বাবা মাকে সম্মান করবেন এবং তাদের দায়িত্ব নিতে চেষ্টা করবেন।কারণ মানুষ সাধারণত এ বিষয়টি লক্ষ্য করে থাকে।
- কাউকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলবেন না।
- নিজের সমালোচনা সহ্য করবেন সব সময়।অন্যের সমালোচনা করতে পারতে হবে,তবে সেটি গঠনমূলকভাবে।
- কারো সাথে কুতর্কে জড়ানোর কোন প্রয়োজন নেই,তর্ক করুন তবে সেটি গঠনমূলকভাবে।
- কাউকে জনসম্মুক্ষে অপমান করবেননা বা কাউকে কোথাও লজ্জিত হতে সহযোগিতা করবেন না।
- কেউ কোনো কিছু অর্জন করলে তাকে অভিনন্দন জানাতে ভুল করবেন না।
- কেউ উত্তেজিত হয়ে কথা বললে চুপ করে থাকবেন।কারণ উত্তেজনাবশত অনেক সময় অনেক অঘটন ঘটে যেতে পারে।
- কারো সাথে বেয়াদবি করবেন না,পারস্পরিক সম্মান এবং মর্যাদা বজায় রাখতে চেষ্টা করবেন।
- সর্বদা চেষ্টা করবেন নিজেকে সামাজিক রাখতে।বিভিন্ন আচার অনুষ্ঠানে নিজেকে সামিল করতে পারেন।
- মানুষকে বিপদে আপদে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, তাহলেই মানুষ আপনাকে মনে রাখবে।
- নারীদের সম্মান করবেন সবসময়,সেটা ঘরে-বাহিরে সবখানে।
- আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখতে নিয়মিত তাদের খোঁজখবর রাখবেন;তারা অসুস্থ হলে তাদের বাসায় গিয়ে তাদের খেদমত করবেন।