কী করে বুঝবো যে কেউ আমাকে কেয়ার করে কিনা?
ভালবাসাই কেয়ারিং, কেয়ারিংই ভালোবাসা। ভালোবাসা থাকলে কেয়ারিং থাকে, না থাকলে কেয়ারিং থাকে না। কারণ যে আপনাকে ভালবাসে না সে কেন আপানকে কেয়ার করবে! কেয়ার মানে ভাল রাখতে চাওয়া, এই ভালো রাখার নামই ভালবাসা।
কে কাকে ভালবাসে, কে কাকে পছন্দ করে, গুরুত্ব দেয় বা না দেয়, এসব অনূভূত হওয়ার জিনিস। এইসব অনুভূতি সংক্রান্ত বিষয়গুলো বোঝার কোন রাস্তা নাই, যদি না আপনি অনূভূতি দিয়ে এই সব হিসাব করতে না পারে।
দেখুন, ভালোবাসা হচ্ছে সহজ জিনিস। যে যাকে, কেয়ার করে, ভালো রাখতে চায়, উন্নতি করাতে চায়, আনন্দে রাখতে চায়। এসব মিলিয়েই মানুষ বুঝে যে সে আমাকে ভালোবাসে। মোদ্দা কথা, যে যাকে ভাল রাখতে চায়, সেই তাকে ভালবাসে।
এই ব্যাপারে বুদ্ধের একটা উক্তি আছে,
ভালোবাসা আসলে অন্ধ, সে যাকে-তাকে, যেখানে,সেখানে হয়ে যেতে পারে। যাকে দেখলে অন্তরে ভালো লাগা, দুক-দুকানি শুরু হয় তাকেই মানুষ মূলত ভালবাসে। তাকেই মনের মানুষ হিসাবে কল্পনা করে।
তো এইসব ভালোবাসা এর কেয়ারিং সবই মূলত ভালোবাসা। আর ভালোবাসা মোটামুটি অনুভব করার জিনিস। এই জিনিস মেপে জোখে হয় না। পরিমাপ করারও কোন জিনিস নাই, দাঁড়িপাল্লা নাও। আপনার অন্তর যদি অনুভব করে, তাইলেই সই।
এখন প্রশ্ন হলো, আপনাকে কেয়ার করে কিনা বুঝবেন কি করে?
সে যদি আপনার আশেপাশে থাকে এর তখন আপনি স্পেশাল অনুভব করেন, সে আপনার ভাল জন্য সব কিছু করতে পারে।
সহজ কথায় সে আপনাকে ভালো রাখবে, আনন্দে রাখবে, কোন প্যারা দিবে না, কোন যন্ত্রণা দিবে না। আপনি পাশে থাকাকালীন কোন মেয়ের দিকেও তাকাবে না।
যে যাকে ভালবাসে মানুষ তাকে শুধুই ভালবেসে যায়, বিনিময়ে কিচ্ছু চায় না। যেমন আমার মা, তার ভালবাসার বিনিময়ে কোন কিছুই চান না আমার থেকে। সুতারাং প্রকৃত ভালবাসায় কোন লেনদেন নাই, কে কার জন্য কতটা করলো, না করলো এইসব হিসাব রাখা লাগে না। প্রকৃত ভালবসা অকৃতিম, কোন পাওয়ার আশা ভরসা নাই। শুধু ভালোবেসেই যাওয়া।
দেখুন আজকাল ছেলেমেয়েরা সে সব ভালোবাসা ভালোবাসা- প্রেম করে এইসব কোন ভালোবাসা প্রেম না, এগুলো মূলত ছেলে মেয়েদের যৌবনের কাম যন্ত্রণার ফসল। ভালোবাসা হচ্ছে ডিভাইন/ঐশ্বরিক।
বুদ্ধ বলেছেন,
সুতারাং, এইসব ভণ্ডামিতে ভরে গেছে ভালোবাসা। ভালোবাসা এখন মাপ-জোখের বস্তু হয়ে গেছে। সস্তায় বিকিয়ে যাচ্ছে।
সে যা হচ্ছে হোক, সহজ কথা হচ্ছে। ভালোবাসা কেয়ারিং, অনুভুত হওয়ার জিনিস। হৃদয় দিয়ে অনুভব করে দেখেন, যদি সে কেয়ার করে, তবেই হ্যাঁ। এর না করলে সে আসলে আপনাকে ভালবাসে না। ভাল না বাসলে মানুষকে কেয়ার করা যায় না।
ভালবাসার ব্যপার-স্যাপার হৃদয় দিয়েই অনুধাবন করতে হয়। এত দামি জিনিস দাঁড়িপাল্লায় মাপার জিনিস না।
ভালো থাকবেন, ভালবাসায় আপনার জীবন ভরে উঠুক। যদি কেউ ভালবাসে তবে হৃদয় ভরে ভালবাসুন। না বাসলে, কেয়ার না করলে তাকে চলে যেতে দিন। ঈশ্বর আপানাকে সময় মত আপনার যোগ্য মানুষ পাঠাবেন। বিশ্বাস রাখুন ঈশ্বরের প্রতি, নিজের প্রতি, সময়ের প্রতি। সময় পাল্টায়, জীবন পাল্টায়, পরিস্থিতি পাল্টায়।
জীবন আনন্দের, আনন্দ করুন কেউ যেতে চাইলে যেতে দিন, ইচ্ছায় আপোষে থেকে যেতে চাইলে, শক্ত করে জড়িয়ে ধরে ভালবাসুন যাতে সে অন্য কারো কাছে বা কথায় যেতে না চায়। দেখুন, মানুষ কিন্তু ভালবাসাই চায় সারাজীবন ভর। ভালোবাসায়, কেয়ার যথাযথ মূল্যায়ন না পেলে চলে যাবেই। হোক আজ না হয় কাল।
ভালবাসার জয় হোক । অনেক বড় উত্তর হয়ে গেলো। দেখুন অনেক কথা না লিখলে অনেক কিছু বুঝানো যায় না।
আপভোট দিবেন, অন্যকে আপভোট দিতে উৎসাহিত করবেন।
আপভোট দিতে পয়সা লাগে না, দয়া করে কৃপণ হবেন না। ভালবাসুন আপভোট দিতে।