কী কী লক্ষণ দেখে বুদ্ধিমান চেনা যায়?
কী কী লক্ষণ দেখে বুদ্ধিমান চেনা যায়?
Add Comment
বুদ্ধিমান চেনার কোনো বিশেষ স্কেল নেই। যে স্কেল দিয়ে কারো বুদ্ধিমত্তা মাপবেন সে স্কেলের ক্রেটরের বুদ্ধি কোন স্কেলে মাপা হয়েছিলো সে প্রশ্ন থেকে যায়। দুনিয়ার সবাই বুদ্ধিমান। সবাই বোকা। মানুষ হয়ে যেহেতু জন্মেছে, বোকা হবার কোনো কারণ নেই। কাজেই মানুষের বুদ্ধিমত্তা খোঁজা অনুচিত।
বুদ্ধিমত্তার যে নানা গালভরা বৈশিষ্ট্য শোনা যায় এসবই বাজারি কথাবার্তা। বাজারি কথায় কান দেবেন না। আপনি নিজেই বুদ্ধিমান আছেন, আপনাকে আর কষ্ট করে বুদ্ধিমান খুঁজতে হবে না।