কী বেশি গুরুত্বপূর্ণ; সময়, অর্থ নাকি স্বাস্থ্য?
লাল রঙের বেনারসিতে বিয়ের কনেকে অসাধারণ লাগে। কিন্তু, লাল রক্তে মাখা শরীর দেখে যে কারোর মন খারাপ হতে বাধ্য। লাল শাড়ি স্বপ্নের প্রতীক, কিন্তু লাল রক্ত মানে ভয়!
ফোন কেনার সময় কালো রঙ খুব ভালো লাগে, কিন্তু ঘরের দেওয়ালে আবার কেউ কালো রঙ দিতে চাইবে না।
আমার মনে হয়, পৃথিবীর সবকিছুই আপেক্ষিক। এমনকি সময়ও।
কারো টাকা হবে, কিন্তু স্বাস্থ্য হবে না।
কারো সামর্থ্য হবে, কিন্তু সুখ হবে না।
কারো স্বাস্থ্য হবে, কিন্তু কাছের মানুষকে দেওয়ার মতো সময় হবে না।
এটাই স্বাভাবিক।
আসলে আমরা কেউ চাইলেই ১০০% পারফেক্ট হতে পারবো না, কিংবা জীবনে যা চাইবো সেটাই পাবো, এমনটা হবে না।
সবকিছুরই গুরুত্ব রয়েছে।
একাডেমিক পড়াশোনা করা, খেলাধুলা করা, জ্ঞানচর্চা করা, বিজ্ঞান জানা, প্রযুক্তির ব্যবহার, আদব শেখা, উপার্জন করা, সুসাস্থ্যের অধিকারী হওয়া, প্রিয়জনকে সময় দেওয়া-
কোনটি গুরুত্ব নেই বলুন তো…?
সবকিছুরই গুরুত্ব রয়েছে। আলাদা ভাবে কোন কিছু ফিক্সড করে রাখা সম্ভব নয়।
তাই, জীবনে প্রয়োজন অনুসারে সবকিছু ব্যালেন্স করে চলাই উচিত।
মোটামুটি ভাবে ব্যালেন্স করে চলতে পারলেই ভালো। সবকিছু ১০০% করতে গেলে হিসাব কখনোই মিলবে না। আর যদি কেউ বলে, “আমার হিসাব তো মিলে যায় ভাই” – জেনে রাখুন, তার ক্যালকুলেটর নষ্ট….