কৃত্রিম উপগ্রহের কাজ কি?
কৃত্রিম উপগ্রহের কাজ কি?
কৃত্রিম উপগ্রহের মূলকাজ যোগযোগ স্হাপন। আমরা নিশ্চয়ই খেয়াল করেছি কোনো সিগনাল প্রেরণের জন্য উঁচু টাওয়ার নির্মান করা হয় যেন সিগনাল আদানপ্রদানে কোনো বিঘ্ন না ঘটে। উপগ্রহ একই ভাবে কাজ করে। এটা ভূ-পৃষ্ঠ থেকে কয়েকশ’ কিলোমিটার উপরে থেকে পৃথিবীকে আবর্তন করে (চাঁদ যেভাবে সূর্যকে আবর্তন করে) এবং পৃথিবীর বিভিন্ন কেন্দ্রের সাথে সিগনাল আদান-প্রদান করে। বিদেশ করে দূর-দূরান্ত তথা একদেশ থেকে আরেকদেশে বিনা প্রতিবন্ধকতায় তথ্য প্রেরণের তার বিহীন মাধ্যম হিসেবে কৃত্রিম উপগ্রহ খুবই উপযোগী। এতে খরচও তুলনামূলকভাবে কম। যেকোনো ধরনের টেলিভিশন সিগনাল, টেলিকমিউনিকেশন, ইন্টারনেট তথ্য আদান প্রদানের জন্য কৃত্রিম উপগ্রহ ব্যবহৃত হয়। আধুনিক কৃত্রিম উপগ্রহগুলো উপর থেকে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ, ছবি তোলা, মহাবিশ্ব সংক্রান্ত গবেষনা, এবং ভূ-পৃষ্ঠের নিচে অবস্থিত বিভিন্ন খনিজ উপাদান সম্বন্ধেও তথ্য দিতে পারে। তাছাড়া একসাথে কয়েকটি উপগ্রহ মিলে ভু-পৃষ্ঠের কোনো স্থানের সঠিক অবস্থান (জিপিএস) নির্নয় করতে পারে। কৃত্রিম উপগ্রহ গোয়েন্দাবৃত্তিক তথ্য সংগ্রহের কাজেও ব্যবহৃত হয়।