কৃষিতে সিনজেনটা বলতে কি বুঝায়?
সিনজেনটা হচ্ছে একটি কিটনাশক ঔসুধ কোঃ এর নাম। কৃষিক্ষেত্রে বহুধরনের কিটনাশক/ভিটামিন/ঔসুধ/সার এর প্রয়োজন হয়। আর সিনজেনটা এসকল পন্য উৎপাদন করে থাকেন। কৃষিক্ষেত্রে সিনজেনটা ব্যাপক সুনাম অর্জন করেছে। এজন্য বলা হয়ে থাকে কৃষিতে সিনজেনটা।