কেউ আপনাকে প্রেমের প্রস্তাব দিলে আপনি কী করবেন?
কেউ আপনাকে প্রেমের প্রস্তাব দিলে আপনি কী করবেন?
Add Comment
- কেউ আমাকে প্রেম প্রস্তাব দিলে আমি তাকে নিরাশ না করে বরং সাধ্যমত তৃপ্ত,খুশি এবং সন্তুষ্ট করার চেষ্টা করব।
- প্রেম সংক্রান্ত ব্যাপারে আমি সাধারণত কাউকে ‘না’ করতে পারিনা।এক্ষেত্রে আমার যথেষ্ট আবেগ কাজ করে।
- তবে আমি বোঝার চেষ্টা করবো প্রেমের নামে কোন চোরাগোপ্তা ফাঁদ রয়েছে কিনা!
- আমি প্রেমকে একটি উদার অ্যাঙ্গেল থেকেই দেখি।প্রেম মানে এই নয় যে যার-তার সাথে বিছানায় চলে যাওয়া।বিছানায় যেতে হলেও কিন্তু একে অপরের প্রতি আগ্রহ থাকা লাগে।
- প্রেম মানে হলো বাছাইকৃত আইটেমের সাথে বিয়ের পিঁড়িতে বসা যাবে কিনা,সেটি নির্ণয়ের প্রাক-প্রস্তুতি।
- তবে প্রেম করার ক্ষেত্রে আমি আগেভাগেই সবকিছু ভেঙেচুরে ক্লিয়ার করে নেয়ার পক্ষে।কারণ আমি কারো মন ভাঙার পক্ষপাতী নই।
- সর্বোপরি একটি কথা বলতে চাই যে প্রেমকে সিরিয়াসলি নেয়ার কিছু নেই।মনে রাখতে হবে- প্রেম মানেই বিয়ে নয়,তাহলেই সকল সমস্যা চুকে যাবে।
- তবে প্রেম করতে করতে যদি মনে হয় যে কারো সাথে আপনার মনস্তাত্ত্বিক সংযোগ এবং পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত বেশি,তাহলে সে ক্ষেত্রে বিয়ের দিকে যাওয়া যেতে পারে।
- আমার কাছে মনে হয় যে প্রেম হচ্ছে একটি প্রীতি ম্যাচ।আর এ প্রীতি ম্যাচ খেলার মধ্য দিয়েই আপনি আপনার আসল সঙ্গীকে খুঁজে পাবেন।
- কাজেই কেউ প্রেম প্রস্তাব দিলে তাকে ‘না’ না করে আগে তাকে বোঝার চেষ্টা করুন!তার সাথে কথা বলে দেখুন!তারপর ভালো না লাগলে সেটি ভিন্ন বিষয়।
- তবে কেউ প্রেম প্রস্তাব দিলে তার আবেগ নিয়ে খেলা ঠিক নয়।পারলে তাকে সহযোগিতা করুন।কাউকে উপেক্ষা করা কিংবা কারো দুর্বলতার সুযোগ নিয়ে কাউকে হেলাফেলা করা ঠিক নয়।
- অন্তত কেউ প্রেম প্রস্তাব দিলে তাকে ধন্যবাদ জানান;তাঁর প্রতি কৃতজ্ঞ থাকুন।
- যে প্রেম প্রস্তাব দিবে তাকে খুশি রাখার চেষ্টা করুন; তাকে জানিয়ে দিন যে আপনি তার সাথে প্রেম করলেও তাকে বিয়ে করতে পারবেন না।এতেও কিন্তু প্রেম প্রস্তাবকারী রাজী হয়ে যেতে পারে।
- আর হিসাব-নিকাশ মিলিয়ে যদি দেখা যায়- কাউকে বিয়ে করা যেতে পারে সে ক্ষেত্রে তো কোন কথাই নেই!নির্দ্বিধায় প্রেম প্রস্তাব গ্রহণ করব এবং সেটিকে বিয়েতে রূপ দান করব।