কেউ প্রশংসা করলে কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত?
কেউ প্রশংসা করলে কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত?
Add Comment
- কেউ প্রশংসা করলে ভদ্রতার খাতিরে তাকে ধন্যবাদ জানান।প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই।
- কিন্তু প্রশংসা আন্তরিক কিনা কিংবা প্রশংসার পেছনে অন্য কোন রাজনীতি আছে কিনা সেটিও খুঁজে দেখতে হবে।
- তবে প্রশংসাকারীকে কখনো আঘাত করা যাবে না।
- প্রশংসার উদ্দেশ্য আপনার কাছে এসে সুবিধাভোগ কিনা,নাকি আসলেই মুগ্ধ হয়ে আপনার প্রকৃত গুণাবলীর প্রশংসা করছে- সেটি যাচাই-বাছাই করে দেখুন।
- অন্যকে বাগে আনার জন্য,অন্যের মন পাওয়ার জন্য- অনেকে সুদীর্ঘকাল ধরে প্রশংসার নামে নানান ফাঁদ তৈরি করা থেকে শুরু করে বাহারি ছলচাতুরীর আশ্রয় নিয়ে যাচ্ছেন।সেটি বোঝার চেষ্টা করুন!
- কারো প্রশংশা পেয়ে অতিরিক্ত আনন্দিত হওয়া যাবে না,আবার প্রশংসার পেছনে সবসময় রাজনীতিও খোঁজা যাবে না।
- মনে রাখতে হবে- কারো প্রশংসা কিংবা কারো নিন্দার উপর ভর(নির্ভর) করে কখনোই নিজেকে পরিবর্তন(বদল) করা যাবে না।
- প্রশংসার উদ্দেশ্য আপনাকে বাঁশ দেয়া কিনা সেটিও মাথায় রাখতে হবে।
- যারা আপনার অতিরিক্ত প্রশংসা করেন, তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখুন।বোঝার চেষ্টা করুন তাদের উদ্দেশ্য কি?
- প্রশংসার নামে যারা তোষামোদি করেন- তাদের থেকে সাবধান,তাদের এড়িয়ে চলুন।
- তবে প্রশংসাকারীর যদি কোন কুমতলব থাকে, তাহলেও এক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া দেখানো যাবে না।আপনি তাকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে।