কেন জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রেম করা উচিত নয়?
কেন জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রেম করা উচিত নয়?
কিছু কিছু জিনিসকে আলাদা আলাদা করে ভাবতে হয়। অর্থাৎ একটার প্রভাব আরেকটা উপর পড়তে দেওয়া যাবে না। যেমন: প্রাইভেট লাইফ – প্রফেশনাল লাইফ, ধর্ম – বিজ্ঞান, ধর্ম – রাজনীতি, বন্ধুত্ত্ব – ভালোবাসা, সুস্বাস্থ্য – টাকা কামানো, ইত্যাদি। এগুলোকে নিয়ে মনের মধ্যে জগাখিচুড়ী পাকালে, অর্থাৎ একটির দিকে নজর দিতে গিয়ে আরেকটিকে উপেক্ষা করলে কিংবা একটির নেতিবাচক প্রভাব আরেকটির উপর পড়তে দিলে জীবনে ক্যাচাল বাড়ে।
প্রেম আর ক্যারিয়ার ও অনেকটা ঐরকম। এই দুটো বস্তু দুই পকেটে রাখা উচিত। ক্যারিয়ারের কারণে প্রেম করা থেকে বিরত থাকা কিংবা প্রেমের কারণে ক্যারিয়ার নষ্ট করা বোকামি ছাড়া আর কিছুই নয়। জীবনে সবকিছুর একটা সুষম অভিজ্ঞতার দরকার আছে। তানাহলে মানুষের মানসিক পরিপক্বতা আসে না।
একজন প্রিয় মানুষের সান্নিধ্যে আমরা আবেগিক স্থিরতা পাই, যা আমাদের মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। প্রেমের সম্পর্ক মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং মানসিক স্বস্তি প্রদান করে। গবেষণায় দেখাগেছে এর প্রেমময় সম্পর্ক শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এটি হৃদপিণ্ডের স্বাস্থ্যের জন্য ভালো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রেমময় সম্পর্কের মধ্যে থাকা মানুষেরা সাধারণত বেশি সুখী এবং কম অসুস্থ হয়