কেবিন ক্রু কী ধরণের চাকুরি?
কেবিন ক্রু বলতে যাত্রীদের সেবায় নিয়োজিত এয়ারলাইন্স স্টাফদের বোঝানো হয়, যেমন এয়ার হোস্টেস। কেবিন ক্রু হিসেবে যোগ দিতে চাইলে শিক্ষাগত যোগ্যতা সাধারণত স্নাতক বা সমমানের হতে হয়। আপনি পত্রিকার বিজ্ঞাপন কিংবা অনলাইন জব পোর্টালে এ ধরণের চাকরীর বিজ্ঞাপন পাবেন। বেতন কমবেশি ৮০০-১০০০ মার্কিনডলার হয়ে থাকে শুরুতে, সাথে অন্যান্য সুযোগ সুবিধা।