কোকরানো চুল সোজা করার নিয়ম কি?
কোকরানো চুল সোজা করার নিয়ম কি?
Add Comment
সাধারণত জন্মগতভাবে চুল কোকরানো থাকে তাই প্রাকৃতিকভাবে চুল সোজা হবে না। আপনি টানতে টানতে চুল ছিড়ে ফেললে ও চুল কিন্তু সোজা হবে না(বিশ্বাস না হলে প্রমাণ করে দেখতে পারেন)। অবশ্য কৃত্রিম উপায়ে চুল সোজা করা যায় তবে তা চিরস্থায়ী না মানে চুল কয়েক দিন কিংবা কয়েক মাস এর জন্য সোজা থাকবে। চুল সোজা এবং সফট করতে হলে পার্লারে গিয়ে করতে পারবেন ।