কোনও মানুষের কোন কোন দোষ থাকলে অন্যেরা তাঁকে অপছন্দ করেন?
কোনও মানুষের কোন কোন দোষ থাকলে অন্যেরা তাঁকে অপছন্দ করেন?
Add Comment
- কথা বেচাকেনা করলে।অর্থাৎ কুটনামি করলে।
- কারো গোপনীয়তা লঙ্ঘন করলে।
- প্রকাশ্যে কাউকে হেয় প্রতিপন্ন করলে ও অপমানসূচক কথাবার্তা বললে।
- টাকা ধার নিয়ে টাকা সঠিক সময়ে ফেরত না দিলে।
- মানুষকে ব্যক্তিগত আক্রমণ ও গালাগাল করলে।
- কথার মাঝখানে কথা বললে।অর্থাৎ কারো কথা মনোযোগ দিয়ে না শুনলে।
- নিজেকে অতিরিক্ত জাহির করতে ছলচাতুরীর আশ্রয় নিলে।
- কথায় আছে,যে সবার সাথে তাল মিলিয়ে চলে সে ব্যক্তিত্বহীন।
- যে সবার বন্ধু,তার কোনো প্রকৃত বন্ধু নেই।