কোন কথাগুলো সকলের জানা উচিত বলে আপনি মনে করেন ?
কোন কথাগুলো সকলের জানা উচিত বলে আপনি মনে করেন ?
আপনার সম্পর্কে আপনি ছাড়া আর কেউ ভালোভাবে জানে না, জানার চেষ্টাও করে না, এমনকি জানতে চায় ও না।
একটু পরিষ্কার করে বলি, আমি আজকে হয়তো খুউউউব সুন্দর একটা ড্রেস পড়লাম, সেটা কিছু মানুষের নজর ও হয়তো কাড়বে। কিন্তু, দিনশেষে কেউই আমার এই ব্যাপারটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে না(নিন্দুকের কথা ভিন্ন)। তাছাড়া, আমার মুখে কোথায় ব্রণ হয়েছে, কোথায় একটু ক্ষত হতে গিয়েছে, কেউ এগুলো খেয়াল করে না। চুল কাটালে প্রায় কেউই অনুভব করে না যে, আমি চুল কাটিয়েছেন। কিন্তু, আমু নিজে নিজে অনেক বেশি সঙ্কিত থাকি, কে কী বলবে, আমায় কেমন দেখায় ইত্যাদি ইত্যাদি। এগুলো মূলত আমরা নিজেরাই শুধুমাত্র খেয়াল করি, এসব দিকে খেয়াল করার মতো সময় কারোই নেই।
আচ্ছা, এটা কি কখনো খেয়াল করেছেন, আমরা প্রীতি সম্পর্ক কেনো গড়ে তুলি? কারণ, আমরা নিজেদের ভালো রাখতে চাই। মা-বাবা কে আমরা ভালোবাসি, শুধুমাত্র সে কারণেই আমরা তাঁদের দুঃখে দুঃখিত হই। মূল পয়েন্ট কিন্তু এখানেও নিজেকে ভালো রাখা। আসলে, অন্য কেউ কেমন থাকলো, কেমন অনুভব করলো, তা দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না।