কোন কাজটা আপনার বিরক্ত লাগে তবু নিয়মিত করে চলেছেন?
কোন কাজটা আপনার বিরক্ত লাগে তবু নিয়মিত করে চলেছেন?
Add Comment
যে কোনো কাজই দিনবিশেষে বিরক্তিকর হয়ে উঠতে পারে কিন্তু তা সত্ত্বেও করতে হয় । কোনো-কোনো দিন সকালে উঠে অফিসে বসতে বিরক্ত লাগবে তবু বসতে হবে । কোনোদিন খেতে বসতে বিরক্ত লাগবে কারণ হয়তো আপনার খিদে নেই বা অপছন্দের পদ রান্না হয়েছে, তবু খেতে হবে । কোনোদিন বাড়ির বাইরে বেরোতে বিরক্তি আসবে তবু বেরোতে হবে দরকারে । কোনোদিন হয়তোবা বিছানা ছেড়ে উঠতেই বিরক্ত লাগবে তবু উঠতে হবে ।
এই “তবু” করাটাই হল শৃঙ্খলা । আমি, আপনি সবাইকেই করতে হয় ।