আপনি মানুষকে কী বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়েছেন?
আপনি মানুষকে কী বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়েছেন?
অনেক বিষয়ই বোঝাতে বোঝাতে ক্লান্ত।
প্রাকৃতিক :
১) আমাদের এই নদীমাতৃক দেশকে বাঁচাতে গেলে নদী দূষণের প্রতি আমাদের মনোযোগ দিতেই হবে। নদীকে স্বচ্ছ,সাবলীল ভাবে বইতে দেওয়া আমাদের কর্তব্য।
২) শহরের গাছগুলো কেটে সেখানে বড় বড় অ্যাপার্টমেন্ট তৈরী না করে বরং গাছ লাগালে শহরের সৌন্দর্য বাড়ে।আবার আমাদেরও উপকার হয়।
সামাজিক:
১) মানুষের প্রতি ভদ্র ব্যবহার করলে আমাদের কোনো ক্ষতি হবে না।
২)ডিগ্ৰী দিয়ে মানুষকে বিচার করা বন্ধ করা ভাল।কারণ এখন শিক্ষিত-অশিক্ষিত মানুষে দেশ ভর্তি।
৩) Facebook, WhatsApp সত্যিই সময় নষ্ট করে।
৪) শিশুদের সামনে বাবা মায়েরা ঝগড়া বন্ধ করুন। ওদের হাতে ফোন না তুলে দিয়ে ওদের বই পড়তে শেখান।
৫) কন্যা সন্তানকে বোঝা ভাবা বন্ধ করুন। ওদের বিয়ের জন্য টাকা না জমিয়ে সেই টাকা দিয়ে ওদের শিক্ষার ব্যবস্থা করুন।
৬) কোনো মেয়ে আপনার সাথে হেসে ভদ্রভাবে কথা বললো বলেই এই নয় যে সে আপনার প্রেমে পড়েছে।
৭) সুন্দরী মাত্রই অহংকারী হয় না।
৮) আধুনিক পোশাক পরলেই আধুনিক মনের অধিকারী হয়ে ওঠা যায় না।
৯)বাংরেজী ভাষায় কথা বলা বন্ধ করা যাক। ভাষাটি যখন আমাদের,একে রক্ষার দায়িত্বও আমাদের।
উত্তরটি ধৈর্য ধরে পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই।
অমৃতকণা।