কোন কোন ক্ষেত্রে কখনো চেষ্টা করা উচিত নয়?
কোন কোন ক্ষেত্রে কখনো চেষ্টা করা উচিত নয়?
1. যে সকল ক্ষেত্রে চেষ্টা করতে গিয়ে প্রাণদন্ড দিতে হতে পারে সে সকল ক্ষেত্রে ভালোভাবে না জানা পর্যন্ত চেষ্টা করা উচিত নয়।
2. যে সকল ক্ষেত্রে চেষ্টা করতে গিয়ে বিশ্বাস বা বিশ্বস্ততা হানীর সম্ভাবনা আছে সে সকল চেষ্টা করা উচিত নয়।
3. যে সকল প্রচেষ্টা ভয়ংকর নেশাগ্রস্থতা তৈরি করে তা চেষটা করা উচিত নয়। যেমন- হিরোয়িন গ্রহণ, প্যাথেডিন গ্রহন- ইত্যাদি।
4. যে চেষ্টা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে ঐ সকল চেষ্ট করা উচিত নয়।
5. যে প্রচেষ্টার মাধ্যমে পারিবারিক বা সামাজিক বন্ধন নষ্ট করে সে প্রচেষ্টা করা উচিত নয়।
6. চেষ্টার ফলাফল সম্পর্ক-এ ভালোভাবে না জেনে উক্ত প্রচেষ্টা করা উচিত নয়।
7. যে সকল চেষ্টার প্রাপ্তি প্রচেষ্টা অপেক্ষা অনেক নগন্য – এমন চেষ্টা করা উচিত নয়।
8. পরিশেষে- আপনার অনধিকার প্রচেষ্টা উচিত নয়- যেমন আপনি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রবেশের অনুমতি নাই- অথচ আপনি প্রবেশ করতে চান- সুতরাং এ চেষ্টা করা যাবে না।
9. আপনি প্রতিযোগিতার যোগ্য নন- যেমন: জাতীয় দলের খেলোয়াড়- এমন ক্ষেত্রে প্রচেষ্টা করা যাবে না।
10. নিজে উপরে উঠার জন্য অন্যের ক্ষতি করার চেষ্টা করা যাবে না।