|
কোন কোন ক্ষেত্রে তাইমুম করে নামাজ আদায় করা যাবে ?
কোন কোন ক্ষেত্রে তাইমুম করে নামাজ আদায় করা যাবে ?
Add Comment
১ম কথা হলো যে ইসলাম তাইমুম কখন অনুমতি দেয়……সেটা হল যদি নামাযের জন্য কার ওযু না থাকে,তবে নামাযের আগে তার ওযু করা বাধ্যতামূলক । যদি পানি না পাওয়া যাই এবং নামাযের ওয়াক্ত চলে যাওয়ার আশংক্ষা থাকে তবে তখন তাইমুম যায়েজ আছে ।
২য় কথা হলো যে ইসলামের কোনো বিধান মানার ক্ষেএে সর্বোচ্চ চেস্টা করা বাধ্যতামূলক……তারপরও যদি না পারা যায় তবে অন্য বেবস্থা গ্রহণের অনুমতি ইসলাম এ আছে ।
এখন আপনার যে সমস্যসা তার জন্য আপনাকে আপনার সর্বোচ্চ চেস্টা করতে হবে পানির মাদ্ধমে ওযু করার ।
এখন সর্বোচ্চ চেস্টা বলতে কি বোঝায়,সেইটা আপনাকে বুঝতে হবে ।
এখনে আপনার সর্বোচ্চ চেস্টা বলতে আমি জা বুঝি তা হলঃ
(১) চুলাই পানি গরম করে ব্যবহার করা (যদিও আপনার প্রতিদিন পানি গরম করা ঝামেলা হতে পারে)
(২) এমন কোনো মেডিসিন যদি থাকে যে পানিতে মিশিয়ে ব্যবহার করলে যদি হয়(জানিনা এমন কোনো মেডিসিন আছে কিনা খোজ নিয়ে দেখতে পারেন) ।
(৩)তাতেও যদি না হয় তা হলে আপনার সর্বোচ্চ চেস্টা হবে সবসময় ওযু ধরে রাখা(যেন এক ওযু দিয়ে যোহর,আসর…আরেক ওযু দিয়ে মাগরিব,এশা) ।
সবচেস্টা করার পরও যদি না হয় তবে তাইমুম করে নিতে পারেন।।
****একটা কথা সেটা আল্লাহ আপনার নিয়ত দেখবেন এবং আল্লাহু আলেমুল গায়েব *******
******তাই আপনি সর্বোচ্চ চেস্টা করেছেন কিনা তা আল্লাহ বুঝতে পারবেন********
আশা করি আপনাকে কিছুটা হলেও জানাতে পেরেছে এবং আশা করি কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন