কোন কোন ব্যাপারে কখনো লজ্জা পাওয়া উচিত নয়?
কোন কোন ব্যাপারে কখনো লজ্জা পাওয়া উচিত নয়?
Add Comment
১ঃ নিজের পেশা/কাজ নিয়ে কখন লজ্জা পাওয়া উচিৎ নয়
রিজিক অন্বেষণে, চরিত্রকে নোংরা করিও না । বরং পোশাক কে নোংরা করো ।
দিনশেষে পোশাক ধুয়ে ফেলতে পারবে,
কিন্তু চরিত্র খারাপ হলে সেটা ধুয়ে ফেলা যায় না।
২ঃ ভুল করলে ক্ষমা চাইতে লজ্জা পাওয়া উচিত নয়।
৩ঃ নিজের অধিকার আদায়ের ব্যাপারে লজ্জা পাওয়া উচিত নয়।
৪ঃ ডাক্তারকে সঠিক বয়স বলতে লজ্জা পাওয়া উচিত নয়।
৫ঃ পরিবারের সচ্ছলতা বা অসচ্ছলতা প্রকাশে লজ্জা পাওয়া উচিত নয়।