কোন ক্ষেত্রে কখনই তাড়াহুড়ো করা উচিত নয়?
কোন ক্ষেত্রে কখনই তাড়াহুড়ো করা উচিত নয়?
প্রশ্ন করেছেন “ইলমা রীদ (Elma Reed)” , “কোন ক্ষেত্রে কখনই তাড়াহুড়ো করা উচিত নয়” ?
১। ব্যস্ত রাস্তা পার হওয়ার সময়, তাড়াহুড়ো করা উচিত্ নয়। (ঘটে যেতে পারে “জীবন হানি”)।
২। চিকিত্সকের কাছে, সমস্যা বলার সময়, তাড়াহুড়ো করা উচিত্ নয়। (চিকিত্সা বিভ্রাট ঘটতে পারে)।
৩।”যোগাসন” বা “ধ্যান” করার সময়, তাড়াহুড়ো করা উচিত্ নয়। (উদ্দেশ্য সফল না ও হতে পারে)।
৪। খাওয়ার সময়, তাড়াহুড়ো করা উচিত্ নয়। (শ্বাসনালীতে খাদ্য আটকে গিয়ে হতে পারে,কঠিন সমস্যা)।
৫। কোথাও ঘুরতে যাওয়ার আগে, গোছগাছ করতে সময়,তাড়াহুড়ো করা উচিত্ নয়। (দরকারী জিনিষ রয়ে যেতে পারে ঘরে)।
৬। “বন্ধুত্ব” সৃষ্টি করার ক্ষেত্রে, তাড়াহুড়ো করা উচিত্ নয়। (বন্ধু নির্বাচন, নিজের জন্য দু:স্বপ্ন হয়ে উঠতে পারে)।
৭। কাউকে কোনো বার্তা পাঠাতে, তাড়াহুড়ো করা উচিত্ নয়। (ঘটে যেতে পারে বিপত্তি)।
(বার্তার মাধ্যমেই জানতে চেয়েছিলো বন্ধু, আমার অফিসের নতুন “বস” কেমন ? দু’দিন পরে জানাই, “My new Boss is, completely hopeless fellow”। তাড়াহুড়ো করেই, টেক্সট করি। “সেন্ট মেসেজ” খুলে দেখি, তাড়াহুড়ো করেই, “বার্তা”টি পাঠিয়েছি “বস” এর নাম্বারেই)।
পরিশেষে, “ঢিলেঢালা ভাব” কাম্য নয়, কাম্য নয়, “অতিব্যস্ততা” ও। তাড়াহুড়ো করেই পৌঁছাই ট্রেন স্টেশনে, তাড়াহুড়ো করেই, উঠে বসি ট্রেনে, তাড়াহুড়ো করেই, নেমে পড়ি, দু’স্টেশন বাদে। কারণ ? উঠে বসেছিলাম, ভুল ট্রেনে।