কোন ছোট ছোট ব্যাপার আপনার মেজাজ নষ্ট করতে পারে?
কোন ছোট ছোট ব্যাপার আপনার মেজাজ নষ্ট করতে পারে?
Add Comment
- কথা দিয়েও সময় মত উপস্থিত না হতে পারলে।
- খোঁচামার্কা কথা বললে।
- এক কথা বারবার বললে।
- কাউকে কল দেয়ার পর কল ব্যাক না করলে।
- গোপনীয়তার বরখেলাপ করলে।
- কথার ভেতর কথা বললে।
- কুটনামি করলে।
- অযথা জ্ঞান দিতে আসলে।
- কোন কিছু না জেনেও সবজান্তার ভান ধরলে।
- অযথা কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলাতে আসলে।
- যেখানে সেখানে ধর্ম নিয়ে আসলে।
- লেনদেনে স্বচ্ছতা না থাকলে।