কোন জিনিসগুলি আপনার জীবনে করা উচিত নয়?
কোন জিনিসগুলি আপনার জীবনে করা উচিত নয়?
১. উপরওয়ালার ভরসায় বসে থেকে কর্ম বিমুখ হওয়া
২. রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, সবজিওয়ালা, ঘরের কাজের লোক; এদেরকে কখনো অসম্মান করা
৩. নিজের থেকে দুর্বল কারোর কাছে নিজেকে জাহির করা
৪. ধূমপান করা, মদ্যপান করা, অসাধু ব্যবসা করা
৫. প্রতিহিংসাপরায়ণ মনোভাব
৬. পরশ্রীকাতর হওয়া
৭. নিজের দেশ ও সমাজের বদনাম করা
৮. দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কোনোরকম কুৎসা করা। এটা জেনে রাখুন দেশের সেনাবাহিনীর জন্যই আপনার অস্তিত্ব।
৯. ক্রেডিট কার্ড ব্যবহার করা
১০. প্রতিদিন প্রার্থনা না করা
১১. শুধুমাত্র সরকারি চাকরির আশায় বসে থাকা
১২. দেশ ও সমাজকে বদলানোর চেষ্টা না করা
১৩. অন্যায় দেখেও প্রতিবাদ না করা
১৪. রাস্তায় কোন আহত ব্যক্তিকে দেখেও সাহায্যের হাত বাড়িয়ে না দেওয়া
১৫. কোরাতে নিয়মিত না লেখা ।।