কোন জিনিস সবসময় গোপন রাখা উচিত?
কোন জিনিস সবসময় গোপন রাখা উচিত?
Add Comment
নিজের, পরিবারের, এবং বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবারই সবকিছু নিজের মধ্যে রাখা উচিত, পাবলিক করা উচিত নয়। সবার সবকিছু শোন,যদি শুনতে হয় তো , কিন্তু সবকিছু অন্তর্মনে চাবি দিয়ে বন্ধ করে রাখতে হয়। এতে মানুষের কাছে যে বিশ্বাসযোগ্যতা তৈরি হয় তা এককথায় অকল্পনীয়। তবে হ্যাঁ কেউ যদি কারো ক্ষতি করার কথা চিন্তা করে এবং সেটা যদি জানা থাকে সেই ক্ষেত্রে চুপ করে থাকা অন্যায়।