কোন তিনটি জিনিস আপনাকে সর্বদা অনুপ্রাণিত করে?
কোন তিনটি জিনিস আপনাকে সর্বদা অনুপ্রাণিত করে?
আমার শশুর :
অনুপ্রেরণায় প্রথম মানুষ টি হচ্ছেন আমার বাবা(শশুর)। অবাক হচ্ছেন। অবাক হবারই কথা। বাংলাদেশে যেখানে প্রতিদিনই খবরের কাগজ খুললে চুখে পড়ে বধূ নির্যাতনের ঘটনা সেখানে শশুর বাড়ির মানুষদের নিয়ে এমন ভালো মন্তব্য করা খুব একটা চোখে পরে না।
আর আমরা খারাপ খবর প্রচার করি একটু বেশি তাই ভালোটা কারো চোখে পরে না। আমার শশুর বাড়ির সবাই ভালো আলহামদুলিল্লাহ্। ভালো খারাপ মিলেই মানুষ। কিন্তু আমার শশুর একটু বেশিই ভালো।
আমার বিয়ে হয়েছে আজ সাত বছর। এস.এস.সি. পরীক্ষার আগেই বিয়ে হয়। আমি এখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। আমার পড়ালেখা চালিয়ে যাবার পিছনে সবথেকে বেশি ভূমিকা আমার শশুর এর।
আমাকে নিয়ে উনার অনেক আশা। আমি যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি এই অনুপ্রেরণা উনি আমাকে সর্বদা দেন।
আমার স্বামী :আমার স্বামীর অনুপ্রেরণা, সাহায্য আর ভালোবাসা ছাড়া আমি কখনও সামনে এগিয়ে যাওয়ার কল্পনা করতে পারি না।
আমার আব্বু-আম্মু:
আব্বু-আম্মু আছে বলেই আমি আছি। ওদের কথা বলতে গেলে শেষ হবে না। উনারা নিজেরাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।