কোন ধরণের পোশাক পড়লে সাধারণ ও স্মার্ট দেখাবে?
কোন ধরণের পোশাক পড়লে সাধারণ ও স্মার্ট দেখাবে?
ছেলেদের ফ্যাশনের মধ্যে টি শার্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় , বিশেষ করে কম বয়সের ছেলেদের জন্য। যখন কোথাও ঘুরতে যাবেন বা বিশেষ কারো সাথে কিছু সময় কাটাতে পছন্দ করবেন তখন একটু দ্বিধায় পরে যান কি পরবেন । যদিও এটা যার যার পছন্দের ওপর নির্ভর করে তবুও অনেকেরই বেশি প্রিয় পুরোপুরি কালো শার্ট। কালো ছাড়াও নিজ নিজ গায়ের রং অনুযায়ী পছন্দ মত ফুল শার্ট পছন্দ করতে পারেন । হাফ শার্ট থেকে ছেলেদের ফুল শার্টে বেশি ভাল দেখা যায়। গরমের সময় শর্ট শার্ট, ফতুয়া এবং জিন্স পরতে পারেন। সাধারণ পোশাকের নানা ধরণ আছে। শার্ট বা টি-শার্ট, দুই ধরনের পোশাকই সাধারণ হতে পারে। এখানে হাফ বা ফুল হাতা—দুই ধরনই চলবে। ক্যাজুয়ালে নানা রকম রং ও ডিজাইনের পোশাক পরা যায়। নিচের অংশে জিন্স গ্যাভার্ডিন বা উলের প্যান্টও পরা যায়। প্যান্টের নকশাও হতে পারে বিভিন্ন।