কোন ধরণের লোককে আপনি সবচেয়ে আকর্ষণীয় মনে করেন?
১। উচ্চশিক্ষিত, নামের পাশে একগাদা দেশ, বিদেশের ডিগ্রী, ঘুরে, ঘুরে, বিভিন্ন দেশের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান, বহু কৃতী ছাত্র উপহার দিয়েছেন, অথচ, নিজের যোগ্যতা প্রকাশ করতে, লজ্জায় মরে যান,
তিনি, আমাকে আকর্ষণ করেন, আমি, তাঁকে প্রণাম করি।
২। বিশাল অর্থ, বিত্তের মালিক, তাঁর গাড়ীর বয়স্ক ড্রাইভারকে সম্বোধন করতে শুরুই করেন, ‘আপনি’ বলে, কখনোই যে তাঁর মুখে, ‘তুই’, ‘তুমি’, এসব, আসেই না,
তিনি, আমাকে আকর্ষণ করেন।
৩। অনুষ্ঠান বাড়ীর কর্তা যখন শত ব্যস্ততার মাঝে ও গেইটের পাশে বসে থাকা ভিখারীর খাওয়া হয়েছে কী না, খবর নেন,
তিনি, আমাকে আকর্ষণ করেন।
৪। চিকিৎসক যখন রোগীর মৃত্যু সংবাদ জানাতে, অস্পষ্ট করে, ‘সরি’ বলেন, বুঝি, তাঁর গলা ধরে এসেছে,
তিনি, আমাকে আকর্ষণ করেন।
৫। কারোর সমালোচনা হচ্ছে দেখেই যখন কেউ, অন্য কাজের বাহানা দেখিয়ে সে আলোচনা থেকে সরে যান,
তিনি, আমাকে আকর্ষণ করেন।
৬। কুতর্ককারীর পাল্লায় পড়ে যখন কেউ, খুবই বিনয়ের সাথে নিজে হার মেনে, কুতর্ককারী কে বিজয়ী ঘোষনা করে, তাঁকে উল্লাসে মাতিয়ে রাখতে জানেন,
তিনি, আমাকে আকর্ষণ করেন।
আর,
৭। কোরাবাংলায় যখন দেখি, তেমন ভিউ, আপভোট, শেয়ার, শীর্ষ লেখক, লেখিকার তকমা, এসব না হলে ও, কেউ দিনের পর দিন, উত্তর লিখছেন, লিখেই যাচ্ছেন,