কোন পরিস্থিতিতে বুঝবো যে আসলে এখন চুপ হয়ে যাওয়া উচিত?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে চুপ রইল সে নাজাত পাইল। (তিরমিজি হাদিস নং- ২৫০১)
সুতরাং আপনি যেকোনো পরিস্থিতিতে চুপ থাকলেন তো মুক্তি/অব্যাহতি পেলেন।
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
যে, এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট বললঃ আপনি আমাকে অসিয়ত করুন। তিনি বললেনঃ তুমি রাগ করো না।। লোকটি কয়েকবার তা বললেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রত্যেক বারেই বললেনঃ রাগ করো না।
সহিহ বুখারী, হাদিস নং ৬১১৬
হাদিসের মান: সহিহ হাদিস
এর আরো একটি বিশাল ফজিলত রয়েছে
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন –
“আর যে ব্যক্তি নিজের মত সঠিক হওয়া সত্ত্বেও বিতর্ক পরিত্যাগ করবে তার জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে বাড়ি নির্মাণ করা হবে।”
মুনযিরী, আত-তারগীব ১/৭৭; আলবানী, সহীহুত তারগীব ১/১৩২।হাদিসটি সহীহ
সুতরাং সিদ্ধান্ত আপনার। 🤍🤍
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।