কোন পাঁচটি অভ্যাস আমাকে উন্নতি করতে সাহায্য করবে?
কোন পাঁচটি অভ্যাস আমাকে উন্নতি করতে সাহায্য করবে?
Add Comment
১। বহিরঙ্গের চাকচিক্য দেখে, কোনো কিছু সম্পর্কে, স্থির সিদ্ধান্ত না নেয়ার অভ্যাস,
২। যোগ্যের প্রশংসা করতে অকৃপণ উদারতা,
কারোর সমালোচনায় নিজেকে নিয়োজিত করতে, সীমাহীন কার্পণ্য,
বজায় রাখার অভ্যাস,
৩। আত্মপরিচয়, নিজের যোগ্যতার, দক্ষতার প্রকাশ ভঙ্গিমাটি, সংক্ষিপ্ত তথা বিনম্রতার চাদরে আচ্ছাদিত করে রাখার অভ্যাস,
৪। কথা বলার ব্যাপারে, সংযমী থাকার অভ্যাস,
কারণ, কথিত বাক্য আর নিক্ষিপ্ত শর, ফেরানো যাবে না কিছুতেই,
এবং
৫। এই যে অন্বেষণের অভ্যাস,
“কোন পাঁচটি অভ্যাস আমাকে উন্নতি করতে সাহায্য করবে” ?
নিজেকে উন্নীত করার প্রয়াসে এই যে অনুসন্ধিত্সা, উত্কর্ষতার সন্ধানে থাকার এই যে মানসিক প্রস্তুতি, একে নিরন্তর বাঁচিয়ে রাখার অভ্যাস, জীবনের প্রতি পলে, পলেই, একে বাঁচিয়ে রাখার, অভ্যাস।