কোন পাঁচ ইঙ্গিতে আপনি বুঝবেন জীবনে ভালো সময় আসছে?

    কোন পাঁচ ইঙ্গিতে আপনি বুঝবেন জীবনে ভালো সময় আসছে?

    Train Asked on January 17, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      মানুষের জীবনে খারাপ সময় আর ভালো সময় দুটোই আসে। জীবন কখনই একভাবে যায় না। আর খারাপ কিছু না হলে ভালোর মর্যাদাও দেওয়া যায় না। কিন্তু, মানুষ সবসময়ই ভাবে যে তার সঙ্গে খারাপই হচ্ছে কেবল। কিন্তু সব খারাপের শেষেই একটা আলো বেরিয়ে আসে, যা জীবনটাকে পাল্টে দেয়। সবসময় যে চেষ্টা করলেও ভাগ্যে শিকে ছিঁড়বে এমনটাও নয়। ভগবানের কাছে প্রার্থনা করেও ফল মিলছে না বলে হতাশ হয়ে যান অনেকে।

      তবে একটা না একটা সময় প্রত্যেকের জীবনে নির্দিষ্ট করা থাকে যখন সুসময় আসবেই। জেনে নিন এই প্রকৃতি থেকেই আসে সেই সাড়া। আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে সৌভাগ্য এগিয়ে আসছে বা আপনার সঙ্গে ভালো কিছু ঘটতে চলেছে।

      ১. একটা সময় আসে যখন, মনে খুব শান্তি আসে। হঠাৎ খুশি খুশি লাগে মন। সেইসময়েই দেখবেন আপনার কাছে হয় কোনও চাকরির অফার আসছে কিংবা আপনার প্রস্তাব গ্রহণ করছেন আপনার প্রেমিকা। তার আগে মন আপনা থেকেই স্থির হয়ে যায়।

      ২. ভালো সময় আসার আগে বুঝতে পারবেন আপনি পুরনো সব ক্ষতগুলো ভুলে যেতে থাকেন। পুরনো কোনও খারাপ ঘটনা মন থেকে মুছে যায়। মনটা আনন্দে ভরে যায়। নিজেকে অনেক বেশি সংযত করে ফেলেন। খারাপ অভ্যাস বদলে ফেলার ইচ্ছা হয়।

      ৩. সাধারণত অতীতের কোনও ঘটনা আপনার মনে এখনও আঘাত দেয়, কিংবা ভবিষ্যৎ নিয়ে ভয়ে থাকেন। কিন্তু এই সময় হঠাৎ আপনি কেবল বর্তমান নিয়েই ভাবতে শুরু করবেন। আজ কি হবে, সেটা ভেবেই বাঁচবেন। তখনই জানবেন আপনার জীবনে ভালো সময় আসছে।

      ৪. এই সময় জীবনটা খুব সহজ হয়ে যায় হঠাৎ করে। কোনও বাধাকেই আর কঠিন বলে মনে হয় না। আধ্যাত্মিক শক্তি তখন আপনার মনকে চালিত করে।

      ৫. সৌভাগ্য দরজায় কড়া নাড়ার আগেই আপনার মন ইতিবাচক চিন্তায় ভরে উঠবে। কোনও নেগেটিভ চিন্তা আপনাকে কষ্ট দেবে না। বা আতঙ্কিত হয় না। সব কাজই পারবেন বলে মনে হয়।

      Professor Answered on January 17, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.