কোন বদঅভ্যাসগুলো আমাদের জীবন নষ্ট করে?
কোন বদঅভ্যাসগুলো আমাদের জীবন নষ্ট করে?
Add Comment
- সময় নষ্ট করা।
- রাতে দেরি করে ঘুমানো।
- শাক সবজির তুলনাই জাঙ্ক ফুড বেশি খাওয়া।
- নিজের ক্যরিয়ারে, পড়াশোনাই মন না দিয়ে তথাকথিত লাভ ( ভালোবাসা)র ফাঁদে জরিয়ে পরা।
- নিজের ধর্মের নিয়ম মেনে না চলা নিজের ধর্ম গ্রন্থ পাঠ না করা।
- সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় ব্যয় করা।
- নিজেকে সময় না দেওয়া.
- পরনিন্দা করা।
- আরেকজনের কথাই নিজেকে পরিবর্তন করা।
- নিজেকে ছোট, একা মনে করা মনে রাখবেন এ পৃথিবীতে কেউ আপনার পাশে না থাকলেও আপনার সৃষ্টিকর্তা সব সময় আপনার পাশে আছে।