কোন বিষয়গুলো কখনোই করা উচিত না?
কোন বিষয়গুলো কখনোই করা উচিত না?
Add Comment
- কখনোই নিজের বড় করে প্রকাশ করবেন না। এটি দুনিয়ার সবচেয়ে খারাপ গুণগুলোর একটি।
- ‘ধন্যবাদ’, ‘দয়া করে’ (Thank you, please) এগুলো বলতে দ্বিধা করবেন না।
- কৌতুহলবশত কখনোই সিগারেট ট্রাই করবেন না।
- অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।
- পর্ণোগ্রাফিতে আসক্ত হবেন না। এতে করে আপনি স্বল্পস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।
- পরচর্চা বা গীবদ করবেন না।
- আপনার চেহারা, উচ্চতা, বাবা-মা এর স্ট্যাটাস নিয়ে ইনসিকিউরড হবেন না।
- কারো সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করবেন না। আপনি জানেন না, আপনার অপরপক্ষ কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
- ‘না’ বলতে ভয় পাবেন না।
- বাবা-মা কে অবমুল্যায়ন করবেন না।
- সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না।
- কাউকেই বিশ্বাস করে আপনার সবগুলো সিক্রেট শেয়ার করে দিবেন না।
- কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।
- মনের কথা প্রকাশ করতে দেরী করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবনও পস্তাতে পারেন।
- আড্ডাতে সময় নষ্ট করবেন না।
- রিলেশনসিপে সুখী না হলে এটি কন্টিনিউ করবেন না।
- কালকের জন্য কাজ ফেলে রাখবেন না।
- রান্না-বান্না না শিখে নিজেকে ম্যাচিউর দাবী করবেন না।
- Last but obviously not the least, কোরা পোস্টে আপভোট দিতে কার্পণ্য করবেন না।