কোন বিষয় নিয়ে কাজ করলে সফল হওয়া সম্ভব?
কোন বিষয় নিয়ে কাজ করলে সফল হওয়া সম্ভব?
Add Comment
সফলতা আসলে কিসের উপর নির্ভর করে? কি করছি, তার উপর? নাকি কিভাবে করছি তার উপর? আসলে সফলতা নির্ভর করে আমাদের ইচ্ছা, সততা আর মনোবলের উপর। আপনি যে কাজটিই করুন না কেন, আপনাকে নিজ লক্ষ্যের প্রতি অবিচল থাকতে হবে, আর হতে হবে প্রচন্ডরকম আত্মবিশ্বাসী। এবার আপনি হবেন যাদুকর, আপনার স্পর্শেই ফলবে সোনা! পার্লার কিংবা টেইলরিং এর ব্যবসা করতে গেলে যেটা খেয়াল রাখবেন, আপনার কাজের গুণাগুণ হতে হবে বাজারের সেরা। আর আপনার গ্রাহকের সন্তুষ্টির হার হতে হবে সর্বোচ্চ। ব্যস, উন্নতি আপনার হবেই। কনফেকশনারির চেয়ে আমার মনে হয় পার্লার কিংবা টেইলরিং এ ব্যবসার উন্নতি ও বিস্তৃতির সুযোগ বেশী থাকবে। শুভ হোক আপনার সূচনা।