কোন ভুলগুলি মানুষের জীবনে একবার হলেও করা উচিত?

    Add Comment
    1 Answer(s)

      > প্রেম করলে শরীর মন সব সময় সতেজ থাকে।

      > প্রেম করলে নিজের সমন্ধে সচেতনতা অনুভব করা যায়। যেমন- নিজেকে পরিপাটি রাখা, ভালো জামা কাপড় পরা, গায়ে পারফিউম দেয়া ইত্যাদি। এক কথায় নিজের পার্সোনালিটি আপডেটেড থাকে সবসময়।

      > প্রেম করলে জিমে যাবার দরকার হয় না! কি শুনে অবাক হচ্ছেন! আসলেই তাই। প্রিয়জনের হাত ধরে অনেকটা পথ হাঁটা, তার সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটানো। ছোট খাটো আরো অনেক কারণেই ফিটনেস ভালো থাকে।

      > প্রেম করলে সময়ের গুরুত্ব বেড়ে যায়। নিজের সঙ্গে সময়ের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। দেখা যাবে, সব জায়গায় সময়ের আগেই পৌঁছে যাচ্ছেন।

      > প্রেম করলে সহানুভূতিশীল হওয়া যায়। কঠোরতার জায়গাটি কমলতা দখল করে নেয়। হ্যাঁ, সত্যি ! প্রেম করলে দেখবেন, যাদেরকে সহ্য করতে পারতেন না, ভিকিরি দেখলে পয়সা দিতেন না, রেস্টুরেন্টে টিপ দিতেন না ইত্যাদি এমন অনেক কিছুই তখন করতে ভালো লাগবে। প্রেমিকা পাশে থাকলে এই বিষয়গুলো করতে একটু বেশি ভালো লাগবে।

      > প্রেমরসের আসক্তি আপনাকে অনেক খারাপ অভ্যাস থেকে দূরে রাখবে। জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে দেবে।

      > প্রেম আপনাকে জেন্টলম্যান হতে সাহায্য করবে। অন্যের বিপদে এগিয়ে যাওয়ার ইচ্ছাকে জাগ্রত করবে। তাছাড়া নারীদের প্রতি সন্মান বাড়াবে ও তাদের সহায়তা করা প্রবণতা বাড়াবে। এক কথায়, প্রেম এমন একটি অনুভূতি যা শরীর ও মনকে চনমনে রাখে। তাই প্রেম করুণ ভালো থাকুন।

      Professor Answered on June 20, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.