|
কোন সূরা পাঠ করলে কি হয়?
(১) সূরা ফাতেহা চারবার পাঠ করলে দুই খতম কোরআনের ছাওয়াব পাওয়া যায়। (আবূ দাউদ, মাযহারী)
(২) সূরা ইয়াছিন একবার পাঠ করলে দশ খতম কোরআনের ছাওয়াব পাওয়া যায়।(তিরমিযি)
(৩) সূরা মূলক প্রতিদিন নিয়মিত পাঠ করলে কবরের সর্বপ্রকার আযাব ও বিপদ দূর হয়।(তিরমিযি)
(৪) সূরা ওয়াকেয়া প্রতিদিন নিয়মিত পাঠ করলে ছাওয়াবের সাথে সাথে অভাবও দূর হয়। (বায়হাকী)
(৫) সূরা কাওছার চারবার পাঠ করলে এক খতম কোরআনের ছাওয়াব পাওয়া যায়। (আহমদ)
(৬) সূরা তাকাছুর একবার পাঠ করলে এক হাজার আয়াত পাঠের ছাওয়াব পাওয়া যায়। (মেশকাত)
(৭) সূরা এখলাস তিনবার পাঠ করলে এক খতম কোরআনের ছাওয়াব পাওয়া যায়। (মুসলিম)
(৮) সূরা কাফিরূন চারবার পাঠ করলে এক খতম কোরআনের ছাওয়াব পাওয়া যায়। (তিরমিযি)
(৯) সূরা হাশরের শেষ তিন আয়াত সকাল-বিকাল পাঠ করলে সত্তর হাজার ফেরেশ্তা তার জন্য মাগফেরাতের দুয়া করতে থাকে। (মেশকাত)
(১০) আয়াতুল কুরসী প্রত্যেক ফরজ নামাযের পর পড়লে জান্নাত নসীব হয়। (নূরুস সূদুর) ।