কোন ১০টি জিনিস আপনার কখনও করা উচিত নয়?
কোন ১০টি জিনিস আপনার কখনও করা উচিত নয়?
১। অন্যরা সকলেই, আমার চাইতে একটু কম বোঝেন বা কম বুদ্ধিসম্পন্ন, ভাবা উচিত্ নয়।
২। পোশাক-আশাক বা চেহারা-ছবি দেখে, কারো যোগ্যতা সম্পর্কে, নিশ্চিত হওয়া উচিত্ নয়।
৩। বিএমডব্লিউ গাড়ী চালিয়ে কেউ যাচ্ছেন দেখেই, তিনি খুব সুখী, ভাবা উচিত্ নয়।
৪। কথা যিনি বলতে এসেছেন, তাঁকে থামিয়ে নিজের কথা বলা শুরু করা, উচিত্ নয়।
৫। বাংলাভাষা ভালো করে জেনেও যেখানে বাংলা বললে, কোনো অসুবিধেই নেই, সেখানে যিনি, কথায় কথায় কঠিন কঠিন ইংরেজী শব্দের খই ফোটান, তিনিই যে উচ্চ-শিক্ষিত, ভাবা উচিত্ নয়।
৬। ঘরে স্বামী-স্ত্রীর মাঝে তর্কাতর্কি, বাগ-বিতন্ডা হচ্ছে শুনেই, তাঁরা “অসুখী-দম্পতি”, ভাবা উচিত্ নয়।
৭। অন্ধ ভিক্ষুককে অচল পয়সা, টাকা, ধরিয়ে দিয়ে, সাহায্য করেছি, ভাবা উচিত্ নয়।
৮। সমাজ-সেবা নিয়ে জ্বালাময়ী ভাষণদাতাই যে সমাজ-সেবী, ভাবা উচিত্ নয়।
৯। দেখা হলে, যিনি নমস্কার জানান, তাঁর দিকে প্রতি-নমস্কার না করে, হ্যান্ডশেক করার ভঙ্গিমায় হাত বাড়িয়ে দেয়া উচিত্ নয়।
১০। একদমই ভিউ, আপভোটহীন কোনো লেখা, গুণগতমানে উত্তীর্ণ নয়, ভাবা উচিত্ নয়।