কোন 5টি জিনিস নিয়ে আপনি সবচেয়ে গর্বিত?
কোন 5টি জিনিস নিয়ে আপনি সবচেয়ে গর্বিত?
Add Comment
- আমি একজন সতি সাবিত্রি মায়ের সন্তান।উনার বর্তমান বয়স 74 বছর।আমি এই তিরিশ পয়তিরিশ বছর উনাকে দেখে আসছি।বাবা ছাড়া আমার মা অন্য লোকজনের সঙ্গে রঙ তামাশা করে কথাও বলে নি।আমি বলতে পারি হ্যাঁ পৃথিবীতে এমন একজনও আছেন।যিনি আজীবণ নিজের স্বামীর সাথেই সুখে থাকাটাই বেছে নিয়েছেন।বাবার অনেক বয়স হার্টের রুগী তবুও উনি বাবাকে যত্ন করে বাচিয়ে রেখেছেন।পৃথিবীতে যেইসব পতিতারা বলে ঘরে মা বোন নেই।সেই সব পতিতাদের বলি আমার মায়ের নাম নেওয়ার আগে তোরা তোদের জীহ্বা আর মন সাবান দিয়ে ধুয়ে আয়।ওরকম তোরা সাত জন্মেও হতে পারবিনা।অবশ্য তোরা ওরকম হতে চাসও না।
- আমাকে মালিক একজন সৎ ভাবে পয়সা অর্জনকারী বানিয়েছেন।
- আমার কাজ মা বাবার খেদমত করা আমি যতদুর সম্ভব চেষ্টা করি।পুরোপুরি উনাদের খুশী করতে পারি নি।একদিন হয়তো পারবই।
- আমার মা আমাকে খেয়াল রেখেছেন ও নৈতিকতা বিরোধী হতে দেন নি
- আমার মা ভালো পরামর্শদাতা