কোরেল ড্র কি এবং কোরেল ড্র কি কাজে ব্যবহার হয়?

    কোরেল ড্র সম্পর্কে জানতে চাই?

    Doctor Asked on February 12, 2019 in কম্পিউটার.
    Add Comment
    1 Answer(s)

      COREL DRAW এইটি একটি ভেকটর গ্রাফিক্স সফটওয়্যার । কোরেল ড্র অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিকল্প হিসাবে ব্যবহার হয়ে থাকে। বর্তমানে সব অপারেটিং সিস্টেম এর জন্য ব্যবহার করা যায় । কোন কিছু ছাপানোর ক্ষেত্রে ইলাস্ট্রেটর/কোরেল ফাইনাল আউটপুট দেবার জন্য ব্যবহার হয়।
      কোরেল ড্র এর কাজ
      কোরেল ড্র দিয়ে বেশ কিছু কাজ করা যায় । যেমন, ছবি আঁকা, প্রিন্টং, পোস্টার, ব্যানার লোগো ডিজাইন টেক্সট ফাইল ও ফাইনাল প্রিন্ট কাজের জন্য ব্যবহার হয়ে থাকে । তবে সব চেয়ে কোরেল ড্র বেশি ব্যবহৃত ফিল্ম প্রিন্ট নেয়ার জন্য কোরেল ব্যবহার করতে হয় এবং ওয়েব ডিজাইন ও করতে পারেন।

      Professor Answered on February 12, 2019.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.