ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েল ব্যবহারে কি চুল পড়া বন্ধ হবে?

    ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েল ব্যবহারে কি চুল পড়া বন্ধ হবে?

    Vice Professor Asked on March 5, 2017 in সাধারণ.
    Add Comment
    1 Answer(s)

      ক্যাস্টর অয়েল চুলের জন্য অবশ্যই অনেক উপকারী। ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, ভিটামিন ই ক্যাপসুল, আলমন্ড অয়েল, নারিকেল তেলের মিশ্রণ সপ্তাহে ৩-৪ বার ব্যবহারে ভালো ফলাফল পাবেন। সরিষার তেল অনেকেরই চুলের গোড়া দুর্বল করে ফেলে, তাই এটি ব্যবহার না করাই ভালো।

      চুল পড়া বন্ধ করতে যা যা করবেন তা হল :
      – দুশ্চিন্তা করবেন না
      – পানি বেশি করে খাবেন
      – সুষম খাবার খাবেন
      – সবজি ও ফলমূল বেশি করে খাবেন
      – পর্যাপ্ত ঘুমান
      – সপ্তাহে ৩-৪ দিন অয়েল ম্যাসেজ করুন। ম্যাসেজের আগে তেল হালকা গরম করে নিন।
      – চুল ও মাথার ত্বক সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। এর জন্য ১ দিন পরপর শ্যাম্পু করুন।

      এছাড়াও নিচের লিঙ্কগুলোতে গেলে বিস্তারিত সমাধান পাবেন।

      Professor Answered on March 5, 2017.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.