ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান মোট কতভাবে আউট হতে পারে?
ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান মোট কতভাবে আউট হতে পারে?
Add Comment
ক্রিকেটে একজন ব্যাটসম্যান আউট হতে পারেন দশটি উপায়ে। এগুলির মধ্যে সচরাচর দেখা যায় পাঁচ রকম আউট- বোল্ড, কট, এলবিডব্লিউ, স্ট্যাম্প ও রান আউট। বাকি পাঁচটি আউট হলো হিট উইকেট, টাইমড আউট, হিট দ্য বল টোয়াইস, অবস্ট্রাকটিং দ্য ফিল্ড ও হ্যান্ডেলড দ্য বল। তবে টাইমড ও হিট দ্য বল টোয়াইস অপরাধে টেস্ট ক্রিকেট ইতিহাসে এ পর্যন্ত কোনো খেলোয়াড় আউট হয় নি।