ক্লাইমেকটারিক কী?
মেনোপজের সময় ডিম্বকোষের কাজ বন্ধ হয়ে যায়। এর ফলে ডিম ফাটেনা বা ওভুলেশন হয় না, মাসিক ঋতুচক্র বন্ধ হয়ে যায় এবং পরবর্তীকালে কিছু কিছু দৈহিক পরিবর্তন দেখা যায়, যেমন-
১। শরীরে কিছু বাড়তি মেদ জমে
২। স্তনের আকার ক্রমান্বয়ে ছোট হয়ে যায়
৩। হজমের ব্যাঘাত হয়
৪। কখনো কখনো রাতের ঘুমে সমস্যা হয়
৫। অনেকের মাথার চুল পড়ে যায়
আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে, মাসিক ঋতুচক্র বন্ধ হওয়ার আগে তা বৃদ্ধি পায় অথবা মাসে তিন-চার বার হয় বা অনিয়মিত ভাবে হয়। প্রকৃতপক্ষে এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। মেনোপজের আগে মাসিক ঋতুস্রাবের পরিমাণ সল্প হয় ও ঋতুস্রাবের স্থায়িত্বকালও কমে আসে। মেনোপজের আগে মাসিক ঋতুস্রাব বেড়ে গেলে বা অনিয়মিত হলে বুঝতে হবে কোন অর্গানিক কাজ বা ক্ষতিকর কারণ আছে। যেমন- জরায়ু বা ইউটেরাসে টিউমার থাকতে পারে, এমনকি তা জরায়ুর মুখ বা সারভিক্সে ক্যানসারের পূর্বলক্ষনও হতে পারে। সুতরাং এসব ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা একান্ত প্রয়োজন।