ক্ষমতা মানুষকে কতটুকু অন্ধ করে?
ক্ষমতা মানুষকে কতটুকু অন্ধ করে?
Add Comment
কতটুক অন্ধ বানায় বলতে পারব না।
কিন্তু কথা সত্য ক্ষমতা মানুষকে অন্ধ বানায়।
কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে বেশি।
আমি হালকা একটু ক্ষমতা পেয়েছিলাম ভুলেই গিয়েছিলাম মানুষের সাথে কি ব্যবহার করতে হয়।
এবং কি আমি অন্ধ হয়ে গিয়েছিলাম।
তাই এখন যেটাই করি না কেন, আমি যে পর্যায়ে পৌঁছে না কেন চোখ দুটা খোলা রাখার চেষ্টা করি, এবং কি খোলা রাখি।
তাই যে কোন মানুষকে যেই জায়গায় যতটুক ক্ষমতায়ন হক না কেন নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া ঠিক নয় এবং অন্ধ হওয়া ঠিক না।
আবারো নিচে পড়তে পারি, আবারো উপর থেকে নিচে আসা লাগতে পারে।
সিড়ির ধাঁপ পার হওয়া মানে এই নয় যে সিঁড়ির নিচে আর আসতে হবে না।
