কয়েকটি ভালো জেন্টস পার্লারের নাম বলবেন প্লিজ?
কয়েকটি ভালো জেন্টস পার্লারের নাম বলবেন প্লিজ?
‘রূপসজ্জা’ বিষয়টি এক সময় শুধু মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হলেও আধুনিক যুগে মেয়ে, ছেলে উভয়ের ক্ষেত্রেই তা সাযুজ্য। ফলে, মেয়েদের বিউটি পার্লারের পাশাপাশি নগরে গড়ে উঠেছে ‘জেন্টস পার্লার’ যা শুধুমাত্রই ছেলেদের তথা পুরুষদের। এই সব জেন্টস পার্লারে রয়েছে পুরুষদের রূপসজ্জার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ সুবিধা। এদের মধ্যে হেয়ার কাটিং এবং বিয়ার্ড শেভিং সবচেয়ে পরিচিত। জেনে নিন এমন কয়েকটি জেন্টস পার্লারের নাম এবং অবস্থান সম্পর্কে।
জেন্টস পার্লারের নাম এবং অবস্থান :
১. রতন’স জেন্টস পার্লার : গুলশান, গুলশান ১
২. পারসোনা এডামস : ধানমন্ডি, ধানমন্ডি
৩. নেক্সাস হেয়ার ডিজাইন (সেলুন) : উত্তরা, আজমপুর
৪. ক্রেজ জেন্টস পার্লার : গুলশান, গুলশান ২
৫. রেজর্স এন সিজর্স : গুলশান, বনানী
৬. জনসন বিউটি কেয়ার : গুলশান, বনানী
৭. ব্যু মঁদ সিসিলি বিউটি কেয়ার : ধানমন্ডি, ধানমন্ডি
৮. হাবিব আলভিরাজ বিউটি কেয়ার : ধানমন্ডি, ধানমন্ডি
৯. হেয়ারোবিকস গ্রুমিং পার্লার : ধানমন্ডি, ধানমন্ডি