খতনার উপকারিতা কি?

খতনার উপকারিতা কি?

Add Comment
1 Answer(s)

    খতনা-লিঙ্গের অগ্রত্বকের সার্জারির মাধ্যমে অপসারণকে খতনা বলা হয় । নানা কারণে ভেতর ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং পরিচ্ছন্নতার খাতিরে এই খতনা করা হয়ে থাকে । তবে বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে এটি একটি ধর্মীয় প্রয়োজনীয়তা হিসাবে স্বীকৃত বিষয় । অনেক পুরুষের ধারণা খতনা করা হলে লিঙ্গের স্পর্শকাতরতা বেড়ে যায় । এতে করে যৌনমিলনে অধিক আনন্দ লাভ সম্ভব হতে পারে ,তবে মাষ্টার এবং জনসন মনে করেন খতনা পুরুষের জন্য অধিক যৌন আনন্দ নিশ্চিত করে এই ধারণাটি ভুল । খতনা করা না হলে ও যৌনমিলনে পুরুষ ঠিকই অংশ নিতে পারে এবং যৌন আনন্দ লাভ করে । তবে খতনার প্রধান সুবিদাটা হচ্ছে এর ফলে লিঙ্গের অগ্রত্বকে যে রিত তরল জমে নোংরা অবস্থার সৃষ্টি করে তা থেকে লিঙ্গ রেহাই পেতে পারে । এই রিত তরল জমাট বেঁধে ্লেগমার তৈরী করে । ডাক্তারী মতে খতনার ফলে পুরুষের লিঙ্গ পরিচ্ছন্ন থাকে বেশি ।

    Professor Answered on August 21, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.