খুন কি ?

খুন কি ?

Supporter Asked on March 16, 2015 in আইন.
Add Comment
1 Answer(s)

    ধারা ৩০০
    প্রথমত- অতঃপর সেই সকল ক্ষেত্রসমূহ ছাড়া শাস্তিযোগ্য নরহত্যা খুন বলে গণ্য হবে, যদি যে কার্যের ফলে মৃত্যু সংঘটিত হয় সে কার্যটি মৃত্যু সংঘটনের অভিপ্রায়ে সম্পাদিত হয়, অথবা
    দ্বিতীয়ত- যদি কাজটি এইরূপ দৈহিক জখম করার উদ্দেশ্যে সম্পাদিত হয়, যা যে ব্যক্তির ক্ষতি সাধন করা হয় তার মৃত্যু ঘটাতে পারে বলে অপারাধকারীর জানা থাকে, অথবা
    তৃতীয়ত- যদি কোন ব্যক্তিকে দৈহিক জখম করার অভিপ্রায়ে কাজটি সম্পাদিত হয় এবং অভিষ্ট দৈহিক জখমটি প্রাকৃতিক স্বাভাবিক অবস্থায় অনুরূপ মৃত্যু ঘটাবার জন্য যথেষ্ট হয়, অথবা
    চতুর্থত- যদি উক্ত কার্য সম্পাদকারী ব্যক্তি অবগত থাকে যে, কাজটি এত আসন্ন বিপজ্জনক যে, খুব সম্ভবত মৃত্যু ঘটাবে অথবা এরূপ দৈহিক জখম ঘটাতে পারে এবং মৃত্যু সংগঠনের বা পূর্বোক্ত জখম ঘটাবার ঝুকি লওয়ার অজুহাত ছাড়াই অনুরূপ কার্য সম্পাদন করে।
    উদাহরণঃ
    a) ক, চ কে নিহত করার উদ্দেশ্যে তার প্রতি গুলিবর্ষণ করে ফলে চ এর মৃত্যু হয়। ক খুন করেছে।
    b) ক জানে যে, চ এমন একটি রোগে ভুগছে যে, একটি মাত্র আঘাতই তার মৃত্যু ঘটাতে পারে। জানা সত্ত্বেও ক চ কে এইরুপ আঘাত প্রদান করে ফলে চ এর মৃত্যু হয়। ক খুন করেছে বলে গণ্য হবে। যদিও এরুপ আঘাত কোন স্বাভাবিক সুস্থ লোকের মৃত্যু ঘটাবেনা। কিন্তূ চ এর এমন একটি রোগ আছে জানা সত্ত্বেও ক হত্যা করার জন্যে আঘাত প্রদান করে।
    দণ্ডবিধির ৩০০ ধারার ব্যাতিক্রম সমূহঃ
    ব্যাতিক্রম ১) যেক্ষেত্রে শাস্তিযোগ্য নরহত্যা খুন হবেনাঃ যদি মারাত্তক ও আকস্মিক প্ররোচনার ফলে অপরাধী আত্ন-সংযমশক্তি হারিয়ে ফেলে এবং যে লোক প্ররোচনা দান করেছে সেই লোকের অথবা ভুল বা দুর্ঘটনাক্রমে অন্য কোন লোকের মৃত্যু ঘটায় তাহলে শাস্তিযোগ্য নরহত্যা খুন বলে গণ্য হবেনা।
    ব্যাতিক্রম ২) শাস্তিযোগ্য নরহত্যা খুন বলে গণ্য হবেনা, যদি অপরাধী সরল মনে তার আত্নরক্ষার বা সম্পত্তি রক্ষার ব্যাক্তিগত অধিকার প্রয়োগকরে কোনরূপ পুর্ব-পরিকল্পনা ছাড়া কারো মৃত্যু ঘটায়।
    ব্যতিক্রম ৩) শাস্তিযোগ্য নরহত্যা খুন বলে গণ্য হবেনা, যদি দোষী একজন সরকারী কর্মচারি বা সরকারী কর্মচারির সহায়তা কারী হিসাবে আইন অনুযায়ী তার কার্য সম্পাদন করতে গিয়ে কোনরূপ অসৎ উদ্দেশ্য ছাড়া প্রয়োজনীয় ও আইন সম্মত বলে সরল মনে বিশ্বাস করে কোন লোকের মৃত্যু ঘটায়।
    ব্যাতিক্রম ৪) শাস্তিযোগ্য নরহত্যা খুন বলে গণ্য হবেনা, যদি অপরাধটি কোন আকস্মিক বিবাদের সময় আকস্মিক উত্তেজনার কারনে কোনরূপ পুর্ব-পরিকল্পনা ছাড়া ঘটে এবং অপরাধী কোন প্রকারের অন্যায় সুযোগ গ্রহণ না করে।
    ব্যাতিক্রম ৫) শাস্তিযোগ্য নরহত্যা খুন বলে গণ্য হবেনা, যদি যে লোকের মৃত্যু হয়,সেই লোক ১৮ বছরের বেশি বয়স্ক হয় এবং স্বেচ্ছায় স্বীয় সম্মতিক্রমে মৃত্যুবরন করে বা মৃত্যুর ঝুকি গ্রহণ করে।

    Professor Answered on March 16, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.