খুব দ্রুত চুলকানি সারানোর জন্য কি করতে হবে
আমার ২ মাস ধরে চুলকানি হয় কিছুতেই সারে না
Add Comment
- দ্রুত ডাক্তার দেখান।
- কিছু কিছু খাবার যেমনঃ চিংড়ী, বেগুন, ইলিশ, মিষ্টিকুমডা, গরুর মাংশ ইত্যাদি খেলে এলার্জি বৃদ্ধি পায় (একেক জনের একেক খাদ্যে এলার্জি বেশি থাকে)। আপনার যেই খাবার খেলে এলার্জি বেশি হয় সেই খাবার পরিহার করেন।
- প্রতিদিন ভাল ভাবে গোসল করেন। কিছু কিছু চুলকানির ক্ষেত্রে সাবান লাগালে ভালোর বদলে খারাপ বেশি হয়।
- একই কাপড় একদিনের বেশি পরবেন না। পারলে কাপড় গরম পানি দিয়ে ধোয়ার ব্যবস্থা করেন।
- বিছানার চাদর পরিষ্কার রাখুন এবং গরম পানি দিয়ে পরিষ্কার করেন।