খুব ভাল করে ডাল রান্না করব কিভাবে?

    খুব ভাল করে ডাল রান্না করব কিভাবে?

    Doctor Asked on February 26, 2019 in রান্না.
    Add Comment
    1 Answer(s)

      1. ডাল

      2. কাঁচা মরিচ, শুকনো মরিচ, গোলমরিচ

      3. লঙ, তেজপাতা

      4. টমেটো/আম/জলপাই

      5. তেল, লবণ

      6. হলুদের গুড়ো, মরিচের গুড়ো।

      * প্রথমে ডাল গুলো ভাল করে ধুয়ে নিন।

      * ডালগুলোকে হালকা তেলে হলুদ, মরিচ ও অল্প লবণ দিয়ে চুলায় বসিয়ে দিন। নাড়তে থাকুন।

      * 7-9 মিনিট ডালগুলো এভাবেই কষিয়ে নিন।

      * এবার চুলোয় হাড়ি বসিয়ে পানি দিন। আপনি ডালটা কতটা পাতলা বা গাঢ় করতে চান, পানি সে অনুযায়ী দিবেন।

      * পানিতে কষানো ডালগুলো দিয়ে দিন।

      * টমেটো বা আম অথবা জলপাই ধুয়ে চুলায় বসানো হাড়ির পানিতে দিয়ে দিন। ( টমেটো চার টুকরো, আম ছয় টুকরো করে কেটে দিবেন।)

      * এবার পানি ফুটতে দিন।

      * অন্য চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো তৈল দিন। (পাঁচ থেকে সাত টেবিল চামচ, ডাল বেশি হলে আরো বেশি।)

      * পেঁয়াজ কুচি করে কেটে নিন।

      * কাঁচা মরিচ মধ্য থেকে ফালি করে নিন।

      * এবার কড়াইয়ের তেল গরম হলে তাতে পরিমাণ মতো হলুদের গুড়া, মরিচের গুড়া, শুকনো মরিচ, তেজপাতা, লঙ, গোলমরিচ ও  ফালি করা কাঁচা মরিচ দিয়ে নাড়তে থাকুন।

      * পেঁয়াজের রঙ বাদামী হয়ে এলে এবং পাশের হাড়ির পানিও ভালভাবে ফুটে গেলে সেই হাড়িতে এই কড়াইয়ের কষানো মশলা গুলো ঢেলে দিন।

      * 5-6 মিনিট পর ঢেকে দিন ও 4 মিনিট পর চুলো বন্ধ করে দিন।

      হয়ে গেল সুস্বাদু ডাল।

      Professor Answered on February 26, 2019.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.